খুলনা, বাংলাদেশ | ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্ট
  এবারের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু হবে সকাল ৯টায়

‘দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করতে কোলাবরেটিভ রিসার্চ প্রোগ্রামে গুরুত্ব দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে একটি দেশের অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হলো গবেষণা ও জ্ঞানভিত্তিক উদ্ভাবন। এই অগ্রগতিকে আরও বেশি ত্বরান্বিত করতে পারে কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম। একক চর্চার বাইরে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এমনকি দেশের ভিন্ন ভিন্ন গবেষকদের মধ্যে একটি সমন্বিত ও সৃজনশীল পরিবেশ তৈরি করাই যৌথ গবেষণার মূল উদ্দেশ্য। এ ধরনের গবেষণার মাধ্যমে উদ্ভাবন হবে আরও বাস্তবমুখী, ইমপ্যাক্টফুল ও টেকসই।

বুধবার (৯ এপ্রিল) খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার আয়োজিত ‘কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম প্রশংসনীয়। এ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকই পিএইচডি ডিগ্রিধারী, যার ফলে তাদের গবেষণার ক্ষেত্রও বিস্তৃত। সম্প্রতি “হিট” প্রকল্পে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রকল্প জমা দিয়েছেন, এজন্য তিনি শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, গবেষণাকে কার্যকর ও ফলপ্রসূ করতে হলে কোলাবরেটিভ রিসার্চ অত্যন্ত জরুরি। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ইতোমধ্যে অনেক শিল্প ও বহুজাতিক প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে গবেষণা করেছেন। প্রবীণ গবেষকদের অভিজ্ঞতার পাশাপাশি তরুণ শিক্ষকরাও এই ধরনের গবেষণায় যুক্ত হয়ে গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই বহু আগে থেকে কোলাবরেটিভ রিসার্চের চর্চা হয়ে আসছে। আমাদের গবেষণাতেও বিভিন্ন কম্পোনেন্টে কাজ করতে হয়, যেখানে যৌথ গবেষণার প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে বড় পরিসরে গবেষণা করতে গেলে কোলাবরেটিভ রিসার্চ অপরিহার্য। এটি একটি সময়োপযোগী ও কার্যকর পদ্ধতি, যা বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নেও ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি তাঁর বক্তৃতায় কোলাবরেটিভ রিসার্চ সংক্রান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা ও সভাপতিত্ব করেন রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। সঞ্চালনা করেন রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত টেকনিক্যাল সেশনে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম কোলাবরেটিভ রিসার্চের বিভিন্ন ধরন, প্রয়োজনীয়তা ও মূল্যায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধিকে আরও বিস্তৃত করতে এ ধরনের গবেষণার গুরুত্ব তুলে ধরেন। কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!