ঝিনাইদহের কালীগঞ্জ হতে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকালে র্যাব-৬ এর অভিযানিক দল কালীগঞ্জ থানাধীন তালেশ্বার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
র্যাব-৬ জানায়, চাঁদাবাজ চক্রের কতিপয় সদস্যরা কালীগঞ্জ থানা এলাকায় গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনের চালকদের ভয়ভীতি দেখিয়ে আতংক সৃষ্টি, ত্রাস, অরাজকতা ও সন্ত্রাসী কার্যক্রম করে আসছে এবং ভুয়া নাম মাত্র রশিদ দিয়ে বিপুল পরিমান অর্থ সংগ্রহ করছে। সরেজমিনে ঘটনার সত্যতা পায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র্যাব-৬ এর আভিযানিক দলটি সংঘবদ্ধ সক্রিয় চাঁদাবাজ চক্রের সদস্য শ্রী রবিন কুমার দাস, আওয়াল হোসেন, আনজু, এসএম ফারুখ খানদেরকে গ্রেপ্তার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজতে থাকা চাঁদা আদায়ের রশিদ বহি এক বান্ডিল ও চাঁদার নগদ-২১৬০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীদেরকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
খুলনা গেজেট/ বি এম এস