Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ অনুষ্ঠান খুলনায় একযোগে

নিজস্ব প্রতিবেদক

বিজয়ের সুবর্ণ জয়ন্তীর মহেন্দ্রক্ষণ দিনটি বৃহস্পতিবার। গর্বের দিনটি স্মরণীয় করতে ব্যতিক্রম আয়োজন প্রধানমন্ত্রী কর্তৃক শপথ বাক্য পাঠ। আয়োজন বিকেল ৪টা ২০ মিনিটে। খুলনা জেলা সদর ও উপজেলা পর্যায়ে একযোগে প্রচারিত হবে।

বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে এ আয়োজন। খুলনা জেলা ও উপজেলা প্রশাসন এর ব্যবস্থাপনায়। জাতির পিতার জন্মশতবার্ষির্কী উদ্যাপন কমিটি অনুষ্ঠানের নির্দেশনা দিয়েছে।

ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ঢাকা থেকে প্রধানমন্ত্রীর শপথ বাক্য একযোগে প্রচারিত হবে। খুলনা জেলা স্টেডিয়াম এবং উপজেলা পর্যায়ে বিজয় দিবসের ভেন্যুতে এ আয়োজন। বীর মুক্তিযোদ্ধা, পেশাজীবী সংগঠন, নিয়মিত বাহিনী ও শিক্ষার্থীরা আমন্ত্রণ পেয়েছে। অনুষ্ঠান উপলক্ষে জেলা স্টেডিয়ামে সাজ সাজ রব। জাতীয় পতাকার অনুকরণে অনুষ্ঠানের ব্যাকস্ক্রীণ এবং দর্শক গ্যালারীতে জাতীয় পতাকা রং-এ ছামিয়ানা শোভা পাচ্ছে। বর্ণাঢ্য আয়োজনে নিশ্চিদ্র নিরাপত্তা।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন