Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরের প্রত্যন্ত গ্রামের মাদরাসা পরিদর্শন করলেন ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, যশোর

দেশে মাদরাসা শিক্ষায় আরবি ও ইংরেজি ভাষার অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় যশোরের বাঘারপাড়ার জামদিয়া জাফরিয়া ‘জীবন্ত কুরআন বহুমুখী আদর্শ মাদরাসা’ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলে।

মাদরাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ড. খালিদ হোসেন বলেন, আজকে অনেক মাদরাসার শিক্ষার্থী টুপি পরতে চায় না, শ্রেণির নাম আরবি ভাষায় বলতে চায় না—এ অবস্থা থেকে উত্তরণে আরবি ভাষা শিক্ষার বিকল্প নেই। প্রয়োজনে মাদীনা ইউনিভার্সিটি কিংবা ঢাকার অভিজ্ঞ আলেমদের শিক্ষক হিসেবে আনতে হবে ।

তিনি আরও বলেন, ভালো আরবি ও ইংরেজি জানলে শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো প্রান্তেই সম্মান পাবে। আজকে অনেক দাখিল পাশ করা শিক্ষার্থী কলেজে চলে যায়, অথচ মাদরাসা ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে কোনো পার্থক্য থাকে না—এটা ভাবার বিষয়।

কলকাতা আলিয়া মাদরাসাসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ভাষাগত উৎকর্ষই মাদরাসার শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ গড়ার হাতিয়ার হতে পারে।

শেষে তিনি মাদরাসা সংলগ্ন মসজিদ ‘ইব্রাহিম (আঃ)’ এর ছাদ নির্মাণে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ। উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গাজী এনামুল হক। স্বাগত বক্তব্য দেন হাফেজ মাওলানা ইলিয়াস হুসাইন।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন