Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বেনাপোল বন্দরে আমদানি রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু

বেনাপোল প্রতিনিধি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের কলম-বিরতি এবং ‘শাটডাউনসহ’ সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় বেনাপোল বন্দরে আমদানি রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২৯ জুন) রাত সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন এনবিআর।

আন্দোলনকারী সংগঠন ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এবং দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের মধ্যে ফলপ্রসূ আলোচনার পর কলম-বিরতি ও শাটডাউনের কর্মসূচি সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার আনুষ্ঠানিকভাবে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা গত সপ্তাহের প্রথম দিকে সকাল ৯-১২ টা এবং দুপুর ২-৫ টা পর্যন্ত কলম-বিরতি পালন করেন। পরে গত শনিবার থেকে ‘সম্পূর্ণ শাটডাউন’ কর্মসূচি পালন শুরু করলে দেশের পণ্য আমদানি-রফতানি কার্যক্রমে চরম অচলাবস্থা দেখা দেয়। এর ফলে বেনাপোলসহ সব স্থলবন্দরে শুল্ক আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। পণ্য খালাস স্থবির হয়ে পড়ে, যা রাজস্ব ঘাটতির পাশাপাশি আমদানি-রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ে।

তীব্র এই অচলাবস্থার পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়। সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পর ব্যবসায়ী মহলে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সোমবার থেকেই বন্দর ও কাস্টমস কার্যক্রম পুরোদমে চালু হবে এবং বাণিজ্যে যে ক্ষতি হয়েছে তা দ্রুত পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

প্রসঙ্গত, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এনবিআরের কাঠামোগত সংস্কার, পদোন্নতি, নিরপেক্ষতা ও মর্যাদা সংরক্ষণের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিল।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বলেন, দীর্ঘ এক সপ্তাহের অচলাবস্থার পর আজ সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। কাস্টমস-বন্দরের কর্মকর্তা কর্মচারী ও লেবারদের মধ্যে কর্মচাঞ্চল্যতা লক্ষ্য করা গেছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় বেনাপোল বন্দরে আমদানি রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত ১৫ টি ভারতীয় পন্যবাহী ট্রাক বাংলাদেশে আমদানি হয়েছে। এবং ১২ ট্রাক বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন