Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, সম্পূর্ণ নেভাতে রাতভর কাজ করবে ফায়ার সার্ভিস ও বন বিভাগ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের তেইশের ছিলা-শাপলার বিল এলাকায় লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসছে। তবে সোমবার (২৪ মার্চ) সন্ধ্যার পরেও বনের বিভিন্ন স্থানে ধোঁয়া দেখা গেছে। যার কারণে সম্পূর্ণ নেভাতে রাতভর কাজ করতে হবে, ফায়ার সার্ভিস ও বন বিভাগের।

এদিকে ভাটায় নদী শুকিয়ে যাওয়ার কারণে দুপুর দেড়টা থেকে পাম্প চালাতে পারেনি ফায়ার সার্ভিস। নদীতে জোয়ার আসায়, রাত ৮টা থেকে আবারও পানি ছেটানো শুরু হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাগেরহাটের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার।

তিনি বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি এখানে ইউনিট কাজ করছে। এখানে সব থেকে বড় সংকট হচ্ছে শুধু জোয়ারের সময় পাম্প চালানো যায়। আজকে দুপুর দেড়টা থেকে প্রায় ৮টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে হয়েছে। এখন আবার পাম্প চালু করেছি, পানি ছেটানো হচ্ছে। অল্প কিছু যায়গা থেকে ধোঁয়া উড়ছে, আশাকরি রাতে পানি দিতে পারলে, সম্পূর্ণরুপে আগুন নেভানো সম্ভব হবে বলে জানান এই কর্মকর্তা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, বনের কোথাও এখন জ্বলন্ত আগুন নেই, কিছু ধোঁয়া আছে। সেসব স্থান ও গাছের গোড়ায় গোড়ায় পানি দেওয়া হচ্ছে। আজও সারা রাত কাজ চলবে। রাতের মধ্যেই আগুন সম্পূর্ণরুপে নিয়ন্ত্রণে আসবে বলে আশা তার।

শনিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের কলমতেজী বন টহল ফাঁড়ির টেপার বিলে আগুন লাগে। রবিবার সকালে সেই আগুন নেভানো হয়। সুপ্ত আগুন ও ধোয়ার কুন্ডলী খুজতে বন বিভাগ ড্রোন ব্যবহার করে। তখন কলমতেজী এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে তেইশের ছিলা-শাপলার বিলে আগুনের অস্তিত দেখতে পায় বন বিভাগ। তাৎক্ষনিকভাবে বন বিভাগ, স্থানীয় স্বেচ্ছাসেবক, ভিটিআরটি, সিপিজি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, এজন্য ফায়ার লাইন তৈরি করে। আগুনের স্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ভোলা নদীতে পাম্প বসিয়ে, এদিন রাতেই পানি ছিটানো শুরু করে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। তবে ভোলা নদীতে পানি কম থাকা এবং ভাটার সময় শুকিয়ে যাওয়ায় নিরবিচ্ছন্নভাবে পানি ছেটাতে পারেনি ফায়ার ফাইটাররা। যার কারণে সোমবারও রাতভর কাজ করতে হবে বন বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীদের।

এদিকে, চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলা- শাপলার বিল শাপলারবিল এলাকায় আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির হিসাব নিরুপণে চাঁদপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বনবিভাগ। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই নিয়ে বনের আগুনের ঘটনা তদন্তে দুটি কমিটি করল বনবিভাগ।

শনিবার সুন্দরবনের কলমতেজী এলাকার অগ্নিকাণ্ডের ঘটনায়ও এর আগে রোববার চাঁদপাই রেঞ্জের এসিএফকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়।

শনিবার সুন্দরবনের কলমতেজী এলাকার অগ্নিকাণ্ডের ঘটনায় রোববার চাঁদপাই রেঞ্জের এসিএফকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়। আগুন বনের কতটা এলাকায় ছড়িয়েছে এবং আগুনের উৎস্যের সে বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু না বললেও, স্থানীয়রা বাসিন্দারা বলছেন, শাপলার বিল ও কলমতেজী এলাকার প্রায় ১০ একর বনভূমি পুড়ে গেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন