Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নারী এশিয়ান কাপে ভারত-ইরানের পটে ঋতুপর্ণারা

ক্রীড়া প্রতিবেদক

২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপ। সিডনি, পার্থ ও গোল্ডকোস্টে ১২ দলের এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৯ জুলাই সিডনির হারবারে টুর্নামেন্টের ড্র হবে। তার আগে মঙ্গলবার এশিয়ান ফুটবল কনফেডারেশন মূল পর্বের ড্রয়ের জন্য আনুষ্ঠানিকভাবে পটতালিকা প্রকাশ করেছে।

ফিফা নারী র‍্যাঙ্কিং অনুযায়ী সাজানো পটে বাংলাদেশের অবস্থান চার নম্বরে। এই পটে আছে ইরান ও ভারত। ফলে গ্রুপে এই দুই দেশের কাউকে পাচ্ছেন না ঋতুপর্ণা চাকমা-তহুরা খাতুনরা।

স্বাগতিক হওয়ায় অটোমেটিকভাবে পট-১-এর এক নম্বর দল হলো অস্ট্রেলিয়া। স্বাগতিকরা হবে ‘এ’ গ্রুপের এক নম্বর দল। এই পটের অন্য দুই দল জাপান ও উত্তর কোরিয়া ‘বি’ কিংবা ‘সি’ গ্রুপের প্রথম দল হবে। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় বর্তমান চ্যাম্পিয়ন চীন দ্বিতীয় পটে রয়েছে।

কোন পটে কারা
পট-১: অস্ট্রেলিয়া (১৫), জাপান (৭), উত্তর কোরিয়া (৯)
পট-২: চীন (১৭), দক্ষিণ কোরিয়া (২১), ভিয়েতনাম (৩৭)
পট-৩: ফিলিপাইন (৪১), চায়নিজ তাইপে (৪২), উজবেকিস্তান (৫১)
পট-৪: ইরান (৬৮), ভারত (৭০), বাংলাদেশ (১২৮)

ব্র্যাকেটে দলগুলোর র‍্যাঙ্কিং

এই পটে তাদের সঙ্গে আছে দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। দ্বিতীয় পটে থাকা দলগুলো গ্রুপের দ্বিতীয় দল হবে। পট-৩-এ রয়েছে ফিলিপাইন, চায়নিজ তাইপে ও উজবেকিস্তান।

১২টি দল তিনটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি পট থেকে একটি করে দল নেওয়া হবে। চার নম্বর পটে থাকায় বাংলাদেশের কঠিন গ্রুপে পড়ার সম্ভাবনা বেশি। তৃতীয় পটে থাকা ফিলিপাইন, চায়নিজ তাইপে ও উজবেকিস্তানের মধ্যকার একটি দলের সঙ্গে খেলা পড়বে।

তৃতীয় পটের তিন দলের র‌্যাঙ্কিং ৪১ থেকে ৫১-এর মধ্যে। বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে ৫৫ র‌্যাঙ্কিংয়ে থাকা মিয়ানমারকে হারিয়েছে। ফলে তৃতীয় পটের দলের বিপক্ষে জয় প্রত্যাশা করে কোয়ার্টারে স্বপ্ন দেখা যায়। কোয়ার্টারে উঠলে নারী বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার হাতছানি বাংলাদেশের সামনে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন