সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচে একটি বলও মাঠে গড়াতে দেয়নি রাওয়ালপিন্ডির বেরসিক বৃষ্টি। এরপর অবশ্য মে-জুন মাসে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল। যে লড়াই ছিল টাইগারদের জন্য ভুলে যাওয়ার মতো (৩-০)। এবার বাংলাদেশের মাটিতে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। তবে সিরিজ শুরুর দিনেই চোখ রাঙাচ্ছে প্রতিকূল আবহাওয়া, পূর্বাভাসেও হতাশার খবর মিলেছে।
মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে আজ (রোববার) সন্ধ্যা ৬টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-পাকিস্তান। আর সেই সময়েই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী পাঁচদিনের মধ্যে অর্থাৎ, ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। শক্তি সঞ্চয় করে ঘণীভূত হতে পারে লঘুচাপটি। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কিত সাইট ‘অ্যাকুওয়েদার’ও ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। যেখানে প্রায় পুরোদিনই আকাশ মেঘলা থাকার কথা উল্লেখ করে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে– দুপুর ১২টা, বিকেল ৪ ও ৫টার দিকে। ইতোমধ্যে সকাল ১১টার আগেই ঢাকার বেশ কিছু স্থানে দমকা বৃষ্টির দেখা মিলেছে। পূর্বাভাস অনুযায়ী বিকেলে বৃষ্টি হলেও তাতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে অসুবিধা হওয়ার কথা নয়। বিশেষ করে মিরপুরের পানি নিষ্কাশন ব্যবস্থা বরাবরই উন্নতমানের দেখা গেছে।
তবে খেলা ঠিকঠাক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নির্ভর করছে আউটফিল্ডে পানি জমে থাকার ওপর। সন্ধ্যায় বৃষ্টি না হলে খেলা নির্ধারিত সময়ে শুরু হওয়ার অনিশ্চয়তা থাকলেও, মাঠে ক্রিকেটভক্তদের হতাশ হয়ে ফেরার সম্ভাবনা কমই থাকছে।
খুলনা গেজেট/এনএম