Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ড্র করে মাঠ নিয়ে অভিযোগ ব্রাজিল কোচের

ক্রীড়া প্রতি‌বেদক

ইকুয়েডরের বিপক্ষে পুরো ম্যাচে ব্রাজিল মোটাদাগে বিবর্ণ পারফরম্যান্সই করেছে। ব্রাজিলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির অভিষেক ম্যাচটা কেটেছে হতাশার মাঝেই। ব্রাজিলের প্রায় পুরোটা সময় বল রাখতে হয়েছে নিজেদের অর্ধেই। ৩৭৬টা সফল পাসের মাঝে ২৮৫টি পাসই তারা খেলেছে নিজেদের অর্ধে। ৯১ পাস খেলেছে প্রতিপক্ষের অর্ধে।

বিপরীতে ইকুয়েডর ব্রাজিলের অর্ধে গিয়ে খেলেছে ২২২ পাস। দুই দলের পার্থক্যটা এখানেই অনেক বেশি স্পষ্ট। প্রতিপক্ষ ফরোয়ার্ডদের ব্যর্থতা না থাকলে হার দিয়েই শেষ করতে হতো ব্রাজিলকে। সেলেসাওদের খেলা নিয়ে যখন ভক্তদের মাঝে হতাশা, তখন ব্রাজিল কোচ আনচেলত্তি দায় দিলেন স্টেডিয়ামের ওপরে।

বল দখল, আক্রমণ; সব দিকেই তাদের চেয়ে এগিয়ে ছিল স্বাগতিক ইকুয়েডর। ম্যাচ শেষে ব্রাজিলের কোচ আনচেলত্তি নিজ দলের পারফরম্যান্সের জন্য মাঠের দায় দিয়ে বলেন, “মাঠের কন্ডিশনের কারণে পেছন (রক্ষণ) থেকে কৌশলপূর্ণ খেলা শুরু করাটা বেশ কঠিন ছিল। বলের নিয়ন্ত্রণ রাখাও কঠিন ছিল।’

আনচেলত্তি তার দলের আক্রমণভাগ নিয়ে বলেন, ‘আমরা দুটি ভালো সুযোগ পেয়েছিলাম, ভিনিসিউস জুনিয়র একটি (প্রথমার্ধে), আরেকটি দ্বিতীয়ার্ধে কাসেমিরো। এটা ঠিক, আক্রমণে আমরা আরও ভালো করতে পারতাম, তবে প্রতিপক্ষের শক্তির কথাও ভাবতে হবে। ইকুয়েডর খুব ভালো খেলেছে, যেমনটা আমরা খেলেছি… এখানে আসার যাত্রাটা অনেক লম্বা ছিল, যা কিছুটা ক্লান্ত করে দেয়।”

এই ম্যাচটি খেলেননি রাফিনিয়া। প্যারাগুয়ের বিপক্ষে পরের ম্যাচে বার্সেলোনার তারকা ফরোয়ার্ডকে পাবে ব্রাজিল। আনচেলত্তির আশা রাফিনিয়া এসে বদলে দেবেন চিত্রটা, ‘অবশ্যই উন্নতির জায়গা আছে… আমি নিশ্চিত আমরা আক্রমণেও উন্নতি করতে পারব। কারণ আজ আমরা অনেক গুরুত্বপূর্ণ একজনকে পাইনি। সে হলো রাফিনিয়া, যে দলে ফিরবে।’

ঘরের মাঠে নিজের প্রথম ম্যাচটা নিয়ে সংবাদ সম্মেলনে বেশ আশাবাদীই শোনা গেল কার্লো আনচেলত্তিকে, ‘আমি মনে করি, প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি অন্যরকম হবে। কারণ ম্যাচ নিয়ন্ত্রণের আরও সুযোগ পাব। আরও তীব্রতার সঙ্গে গতিময় ফুটবল খেলতে হবে। আমার মনে হয়, খেলোয়াড়দের মান অনেক ভালো। তাই কাজ করার জন্য যথেষ্ট সময় না পেলেও আমাদের সম্ভাবনা রয়েছে।’

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন