Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ

আন্তর্জাতিক ডেস্ক

ইউটিউবের মোবাইল অ্যাপের সেটিংস অপশনে নতুন একটি ফিচার এসেছে। এর ফলে ইউটিউব ব্যবহারের সময় কমবে ডেটা খরচ। নতুন এই ফিচারে ভিডিও প্লেয়ারের নির্দিষ্ট রেজ্যুলেশনের পাশাপাশি তিনটি আলাদা মোড সেট করা যাবে।

ইউটিউবের নতুন এই অপশন ব্যবহারকারীদের ডেটা বাঁচাতে কিছুটা সাহায্য করবে বলে মনে করছেন প্রযুক্তিবিদেরা। ইতিমধ্যে অনেকেই ভিডিওর সেটিংস অপশনে “auto” মোড পেয়েছেন। এই অপশনের অর্থ হলো  চলমান ইন্টারনেট সংযোগের ওপর ভিত্তি করে কোয়ালিটি নির্ধারণ করে দিয়েছে ইউটিউব।

নতুন অপশনের আকর্ষণ ‘উন্নতমানের ছবি কোয়ালিটি’ মোড। ওয়াইফাই না থাকলে এটিতে বেশি ডেটা খরচ হবে। ডিফল্টে ৭২০পি থাকবে এবং ডেটা সেভার মোডে থাকবে ৪৮০পি। নেটওয়ার্ক দুর্বল হলে কোয়ালিটি ১৪৪ পিক্সেলেও নেমে যেতে পারে। আবার ভালো নেটওয়ার্কের আওতায় আসলে আপনি এইচডি মানের ভিডিও দেখতে পারবেন।

অনেক অঞ্চলে এখনো নতুন সব অপশন আসেনি। চলমান ভিডিওর সেটিংসে ক্লিক করলে অনেক ব্যবহারকারী ‘কোয়ালিটি ফর কারেন্ট ভিডিও’ অপশনে ‘অটো’, ‘হাইপিকচার কোয়ালিটি’, ‘ডেটা সেভার’, ‘অ্যাডভান্সড’ অপশন পাচ্ছেন। এখান থেকেই মূলত নিজের মনের মতো অপশন নির্বাচন করা যাবে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন