Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

ইনস্টাগ্রামে ডিলিট হওয়া ছবি ও ভিডিও উদ্ধার হবে যেভাবে

গেজেট ডেস্ক

মেটার মালিকাধীন ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম তরুণ সমাজের কাছে বেশি জনপ্রিয়। প্রতিদিন কোটি কোটি মানুষ ছবি ও ভিডিওর মাধ্যমে নিজেদের জীবনের নানা মুহূর্ত শেয়ার করে থাকেন ইনস্টাগ্রামে। তবে কখনো ভুল করে অথবা ইচ্ছাকৃতভাবে ইনস্টাগ্রামে পোস্ট করা কোনো ছবি বা ভিডিও হয়ে যেতে পারে। তবে অনেক সময় ডিলিট হওয়াপোস্টটি আবার ফিরিয়ে আনার প্রয়োজন পড়ে।

এই কারণেই ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটি একটি সহজ পদ্ধতি রেখেছে, যার মাধ্যমে নির্দিষ্ট সময়ে মধ্যে ছবি ও ভিডিও ফেরত পাওয়া সম্ভব। ডিলিট করা ছবি, ভিডিও বা রিল সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয় না। বরং এটি প্রোফাইল থেকে সরিয়ে ‘রিসেন্টলি ডিলিটেড’ নামে এক ফোল্ডারে রাখে। এই ফোল্ডার থেকে সহজেই ডিলিট করা ইনস্টাগ্রাম পোস্ট ফিরিয়ে আনা যায়।

তবে রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে পোস্টগুলো ডিলিট করার পর ৩০ দিন পর্যন্ত থাকে। এরপর সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ইনস্টাগ্রাম থেকে মুছে যায়।

ডিলিটেড ফোল্ডার খুঁজে পাবেন যেভাবে

  • প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করুন।
  • এরপর নিচের ডান দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
  • এবার ওপরের ডান দিকে থাকা ‘তিনটি অনুভূমিক লাইন’-এ ক্লিক করুন।
  • পরের পেজে ‘ইউওর অ্যাকটিভিটি’ বাটনে ক্লিক করুন।
  • নিচের দিকে স্ক্রল করলেই ‘রিসেন্টলি ডিলিটেড’ ফোল্ডার খুঁজে পাবেন।
  • এই ফোল্ডারে ডিলিট করা ছবি, ভিডিও ও রিলগুলো খুঁজে পাবেন।

ছবি ও ভিডিও ফিরিয়ে আনবেন যেভাবে

  •  ওপরের পদ্ধতি অনুসরণ করে ‘রিসেন্টলি ডিলিটেড’ ফোল্ডার খুঁজে বের করুন।
  • এখন যে ছবি, ভিডিও বা রিল ফিরে পেতে চান, তার ওপর ক্লিক করুন।
  • এরপর ওপরের ডান দিকে থাকা তিন ডট আইকনে ক্লিক করুন।
  • এর ফলে ‘সেভ’, ‘ডিলিট’ ও ‘রিস্টোর’ অপশন দেখা যাবে।
  • পোস্টটি ফিরে পেতে ‘রিস্টোর’ বাটনে ক্লিক করুন।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন