মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ২১ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ৩২ জন। রোববার এক বিবৃতিতে একথা জানিয়েছে মরক্কো কর্তৃপক্ষ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
আহত ৩২ জনের মধ্যে বেশিরভাগই হাসপাতাল ছেড়ে চলে গেছেন। এক ঘন্টার ভারী বৃষ্টিপাতে সাফির পুরাতন শহরটির ৭০টির বেশি ঘরবাড়ি ও দোকানপাট প্লাবিত হয়। ভেসে গেছে অনেক গাড়ি। ভেঙে গেছে আশেপাশের অনেক রাস্তাঘাট।
আটলান্টিক উপকূলের বন্দর নগরীতে চলাচলে বেশ কয়েকটি রুটে রাস্তার ক্ষতির কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শহরের বাসিন্দা হামজা বলেন, ‘এটি একটি কালো দিন।’
আবহাওয়া দপ্তর মঙ্গলবার সারাদেশে আরো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সাত বছরের খরার পর ভারী বৃষ্টিপাত হচ্ছে মরক্কোতে।
খুলনা গেজেট/এনএম

