Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

‘অনুকূল পরিবেশে’ বাংলাদেশের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত ভারত

আন্তর্জা‌তিক ডেস্ক

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সম্প্রতি চীন-পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে আলোচনার মধ্যে “অনুকূল পরিবেশে” বাংলাদেশের সাথে সব বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত বলে জানানো হয়েছে। শুক্রবার (২৭ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেছেন।

এসময় রণধীর জয়সওয়াল বলেন, গঙ্গাসহ ৫৪টি নদীর পানিবন্টন নিয়ে আলোচনা করতে দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া যৌথ নদী কমিশন রয়েছে। এই কমিশনের মাধ্যমেই নদীগুলোর পানি বণ্টন এবং দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, কয়েক মাস আগে কলকাতায় অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠকে দু’দেশ ৩০ বছর পুরনো গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা করে। আগামী বছরই এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

এদিকে সম্প্রতি চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত একটি অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক নতুন মাত্রার আলোচনা তৈরি করেছে দক্ষিণ এশীয় কূটনীতিতে। এ নিয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র জয়সওয়াল বলেন, “ভারত প্রতিবেশী দেশগুলোর কার্যক্রমে নজর রাখে, যাতে দেশটির স্বার্থ ও নিরাপত্তা ক্ষুণ্ণ না হয়।”

তিনি আরও বলেন, “আমরা প্রতিবেশীদের সঙ্গে আমাদের সম্পর্ক নিজেদের শক্তির ভিত্তিতে গড়ে তুলি। পাশাপাশি, বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটের দিকেও নজর রাখি।”

তবে ঢাকা স্পষ্ট করেছে, চীন ও পাকিস্তানের সঙ্গে বৈঠক কোনও জোট গঠনের উদ্দেশ্যে হয়নি।

বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন যে, “আমরা কোনও জোট গঠন করছি না। এটি ছিল সরকারি পর্যায়ের একটি বৈঠক, রাজনৈতিক নয়। এই বৈঠকে জোট গঠনের উপাদান ছিল না।”

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন