Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পাল্লাপাল্টি হামলা চালালো ইরান-ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের আরাক শহরে ভারি পানির পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরাইল। অপরদিকে ইসরাইলের দক্ষিণাঞ্চলের শহর বেয়ের শেভা এবং তেল আবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে ইরানের ওই চুল্লির আশপাশের এলাকায় বসবাস করা মানুষদের অবিলম্বে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবর বলছে, ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত এই ভারি পানি পারমাণবিক চুল্লি শীতল করার কাজে ব্যবহার হয়। তবে উপজাত পণ্য হিসেবে ওই পানি থেকে প্লুটোনিয়াম পাওয়া যায়। এই উপাদান পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগে।

২০১৫ সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে সই হওয়া পারমাণবিক চুক্তিতে আরেক পারমাণবিক স্থাপনায় ভারি পানির চুল্লির নকশা নতুন করে করার বিষয়ে রাজি হয়েছিল ইরান। এর মধ্য দিয়ে পারমাণবিক ইস্যুতে ক্রমবর্ধমান উদ্বেগ দূর করার চেষ্টা করা হয় বলেও এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরান বরাবরই জানিয়ে এসেছে, তাদের পারমাণবিক প্রকল্প বেসামরিক উদ্দেশ্যে এগিয়ে নেওয়া হচ্ছে। এমনকি আরাক পারমাণবিক স্থাপনায় ভারি পানির চুল্লির নতুন নকশা প্রণয়নে ইরানকে সহায়তা করছিল যুক্তরাজ্য সরকার। এপি জানিয়েছে, নতুন নকশায় প্লুটোনিয়াম উৎপাদন কমিয়ে আনাকে লক্ষ্য ঠিক করা হয়েছে।

২০১৫ সালে সই হওয়া পারমাণবিক চুক্তি বিষয়ে আলোচনার এক পর্যায়ে ইরান পশ্চিমা দেশগুলোর কাছে ভারি পানি বিক্রি করতেও রাজি হয়। এপি আরও জানিয়েছে, চুক্তির আওতায় ইরানের কাছে থেকে যুক্তরাষ্ট্র প্রায় ৩২ টন ভারি পানি কিনেছিল। এজন্য যুক্তরাষ্ট্রের গুণতে হয়েছিল ৮০ লাখ ডলারের বেশি।

অপরদিকে ইসরাইলের দক্ষিণাঞ্চলের শহর বেয়ের শেভা বেয়ের শেভা এলাকার সোরোকা হাসপাতালে বিস্ফোরণের আঘাত লেগেছে। তবে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত লাগেনি। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে খবরে বলা হয়, হাসপাতালের পাশের একটি স্পর্শকাতর স্থাপনা ছিল হামলার মূল লক্ষ্য।

ইসরাইলি জরুরি চিকিৎসা পরিষেবার একজন মুখপাত্র দেশটির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালে কোনো বিপজ্জনক পদার্থের লিক বা রাসায়নিক ঝুঁকি নেই। এ নিয়ে ছড়ানো গুজব ভিত্তিহীন। তেল আবিবে ইসরাইলি স্টক এক্সচেঞ্জ ভবনেও ক্ষয়ক্ষতি হয়েছে।

এ হামলার জবাবে ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী ইউরিয়েল বুসো বলেছেন, সোরোকা হাসপাতালকে টার্গেট করে সীমা অতিক্রম (রেড লাইন) করেছে ইরান।

তিনি বলেন, এর মধ্য দিয়ে ইরানের শাসকগোষ্ঠী যুদ্ধাপরাধ করেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন