Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পরিবেশ সচেতনতা, এগিয়ে আসতে হবে সবাইকে

মেহেরুন্নেসা

সৃষ্টিকর্তা সর্বোচ্চ বিবেক দিয়ে মানুষ সৃষ্টি করেছেন। মানুষকে সুন্দর অবয়বে তৈরি করেছেন। তার সুন্দর থাকার জন্য প্রাকৃতিক পরিবেশও সৃষ্টি করেছেন। গাছপালা, মাটি, পানি, বায়ু, জীবজন্তু, পশুপাখি সবকিছুই মানুষের কল্যাণের জন্য সৃষ্টি। আজ সেই পরিবেশ জীবকূলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আপাতত ভালো থাকার জন্য মানুষ তার যথেচ্ছা ব্যবহার করছে। নির্বিচারে গাছ কেটে বড় বড় দালানকোটা নির্মাণ করছে। ভাবছে উন্নত হচ্ছে পরিবেশ, বাস্তবে কি তাই? এর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ খুব বেশি বেড়ে গিয়ে মানুষসহ প্রাণীকূলের জীবন দুর্বিষহ হচ্ছে।

বিলাসবহুল জীবন পরিচালনায়ও নির্গত হচ্ছে ক্লোরো ফ্লোরো বিষাক্ত গ্যাস। ফলোশ্রুতিতে ক্যান্সারসহ জটিল রোগ জেঁকে বসছে। পলিথিনের যচেচ্ছা ব্যবহার এবং অপরিকল্পিত বর্জ্য নিষ্কাশন, অপরিকল্পিত নগরায়ন জনজীবনকে দুর্বিষহ জীবনের দিকে ঠেলে দিচ্ছে। ভূগর্ভস্থ পানির অকারণ অপচয়, অদূর ভবিষ্যতে সুপ্রিয় পানির অভাব ডেকে আনবে। তাই আর দেরি নয়। আসুন প্রকৃতির দেয়া এসব উপাদানের সুষ্ঠু ব্যবহার করি। ভূগর্ভস্থ পানি অপচয় না করি, পরিমিত ব্যবহার করি। পরিবেশকে দূষণমুক্ত রাখার চেষ্টা করি। বেশী বেশী করে গাছ লাগাই।
ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচার সুযোগ করে দেই। নিজে ভালো থাকার ও অন্যকে ভালো রাখার চেষ্টা করি। মানবজীবনকে সার্থক করি।

লেখক : প্রধান শিক্ষক, কৃষি কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা সদর, খুলনা




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন