Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
শনিবার মধ্যরাতে থেকে ৩ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা

নগরীর সন্ধ্যাবাজারে মাইকিং করে ইলিশ বিক্রি, তবু দাম চড়া

সাগর জাহিদুল

মাইকিং করে বিক্রি করলেও ইলিশ মাছের দাম চড়া। শেষ মুহুর্তে খুলনায় ইলিশের আমদানি বেশি হলেও কমেনি দাম। অনেকেই দুধের স্বাধ ঘোলে মিটানোর জন্য ইলিশ না কিনে অন্য মাছ কিনছেন।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার মধ্যরাত থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে ইলিশ আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, মজুদে নিষেধাঞ্জা আরোপ করেছে সরকার। তাই ভোজন ভিলাসী মানুষ শেষ মুহুর্তে ইলিশের স্বাদ নিতে খুলনার বাজারগুলোতে মাছ কিনতে ভিড় করছেন। যাদের সামর্থ আছে, তারা কিনছেন আবার অনেকেই দাম বেশী হওয়াতে ইলিশ মাছ না কিনেই খালি হাতে ফিরে যাচ্ছেন। অনেকেই আবার ইলিশের স্বাদ অন্য মাছ দিয়ে মিটাচ্ছেন।

শনিবার রাতে কথা হয় নগরীর ময়লাপোতা সন্ধ্যাবাজারের মাছ ব্যবসায়ী ইমদাদুল সঙ্গ। তিনি খুলনা গেজেটকে বলেন, এলসি বন্ধ। ইলিশের আমদানি বেশি। তাই গত কয়েকদিনের তুলনায় মাছের দাম কেজিতে ৩ থেকে ৪০০ টাকা কম।

তিনি আরও বলেন, দেড়কেজি সাইজের ২৪০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ১ কেজি সাইজের মাছ ১৭০০ থেকে ১৮০০ টাকায়, ৫০০ গ্রাম সাইজের প্রতি কেজি ইলিশ ১২০০ থেকে ১৬০০ টাকায় এবং জাটকা ইলিশ ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি করছেন বলে জানিয়েছেন তিনি।

একই বাজারের অপর ব্যবসায়ী মো: শহীদুল ইসলাম খুলনা গেজেটকে বলেন, শেষ মুহুর্তে এলসি বন্ধ থাকায় আজ খুলনার ব্যবসায়ীরা কিছু ইলিশ পেয়েছেন। ইলিশের আমদানি এদিনে বেশি হলেও দাম কমেনি। অনেকেই ইলিশ ক্রয় করার জন্য দোকানে ভিড় করছেন, কিন্তু স্বাদ থাকলেও দাম সাধ্যের বাইরে থাকায় অনেকেই কিনছেন অন্যান্য মাছ।

বাজারের বাইরের সড়কে ফুটপাথের মাছ বিক্রেতা আক্তার মোল্লা খুলনা গেজেটকে বলেন, বড় মাছের দাম অনেক। অনেকের ছোট মাছের দিকে ঝোঁক বেশি।

ওই বাজারে ইলিশ কিনতে আসা সোনাডাঙ্গার বাসিন্দা কাজী মোজম্মেল খুলনা গেজেটকে বলেন, মাছের দাম চড়া। ৩টা ইলিশের ওজন এক কেজি। এক কেজি ইলিশ ১৮০০ টাকা দরে কিনেছি। আজ যেহেতু এলসি বন্ধ, তাই দাম কম ভেবে ক্রয় করতে ময়লাপোতা সান্ধ্য বাজারে এসেছি। কিন্তু এসে দেখি ভিন্ন অবস্থা।

তিনি বলেন, সরকার ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। এ জিম্মিদশা থেকে বের হতে না পারলে কোনভাবে কোন কিছুর দাম কমানো যাবেনা বলে তিনি মনে করেন।

ইলিশ কিনতে স্ত্রীকে সাথে নিয়ে বাজারে এসেছিলেন বসুপাড়ার বাসিন্দা এস এম ফরিদ আহমেদ। তিনি পেশায় একজন নৌ-বাহিনীর সাবেক কর্মকর্তা। বাইরে থেকে বাসায় যাওয়ার পথে বিক্রেতাদের মাইকিং করতে দেখে মাছ কিনতে রিক্সা থেকে নামেন।

কিছুক্ষণ পর তিনি অভিযোগ করে বলেন, ব্যবসায়ীরা বড় মাছ ৫০০ টাকা করে বললেও কাছে গিয়ে দেখা যায় মাছের আকার ছোট। তিনি আধাঘন্টা ধরে বাজারে ঘুরে ২কেজি মাছ কিনেছেন।

তিনি বলেন, গত মাসে ১ কেজি সাইজের মাছ ১৬০০ টাকায় কিনেছি, কিন্তু আজ সেই একই সাইজের ইলিশ ১৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। দেশের মানুষ দেশের মাছ খাবে, কিন্তু দাম বেশি হওয়ার কারণে আজ অনেকের নাগালের বাইরে চলে গেছে ইলিশ। তাই সাদা মাছ কিনে দুধের স্বাধ ঘোলে মিটাচ্ছেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন