Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তেহরান থেকে দে‌শের উদ্দেশে রওনা হয়েছেন ২৮ বাংলাদেশি

গেজেট ডেস্ক

তেহরান থেকে প্রথম দফায় ২৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। স্থানীয় সময় বুধবার (২৫ জুন) তারা তেহরান থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন। প্রত্যাবাসিত এসব বাংলাদেশি দুবাই হয়ে ঢাকায় ফিরবেন।

তেহরানের বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, তেহরান থেকে প্রথম দফায় সড়কপথে ২৮ জন বাংলাদেশি রওনা দিয়েছেন। তাদের মধ্যে নারী, শিশু ও ইরানে চিকিৎসা নিতে যাওয়া রোগী রয়েছেন।

জানা গেছে, প্রত্যাবাসিত বাংলাদেশিরা তেহরান থেকে স্থলপথে বেলুচিস্তানের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। সেখান থেকে তাদের নেওয়া হবে করাচি। এরপর দুবাইয়ে ট্রানজিট নিয়ে সেখান থেকে ঢাকায় ফিরবেন।

সংশ্লিষ্টরা জানান, ইরান থেকে দেশে ফেরার জন্য ২৫০ বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। এসব বাংলাদেশিদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে তেহরানে ৪০০ বাংলাদেশি আছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন