Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

৬৪৫ কোটি টাকা আত্মসাৎ: নগদের সাবেক এমডি তানভীরসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

গেজেটে ডেস্ক

৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক এমডি তানভীর আহমেদ মিশুকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে এ মামলা করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন- নগদের সাবেক এমডি তানভীর আহমেদ মিশুক, প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও নমিনি পরিচালক মো. সাফায়েত আলম, এএমডি ও নমিনি পরিচালক মোহাম্মদ আমিনুল হক, ট্রেজারি ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার ও নমিনি পরিচালক মারুফুল ইসলাম ঝলক, চিফ টেকনোলজি অফিসার মো. আবু রায়হান, হেড অব ফাইন্যান্স অপারেশন মো. রাকিবুল ইসলাম, চিফ ফাইন্যান্স অফিসার আফজাল আহমেদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব উদ্দিন চৌধুরী এবং প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস ইন্টেলিজেন্স গোলাম মর্তুজা চৌধুরী।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি তানভীর আহমেদ মিশুক অন্যদের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে হিসাবপত্রের মিথ্যা বর্ণনা ও মিথ্যা রিপোর্ট প্রদানের মাধ্যমে ১ মার্চ, ২০২১ থেকে ১৭ নভেম্বর ২০২৪ পর্যন্ত ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টের ফিজিক্যাল মানি স্থিতির চেয়ে ৬৪৫ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৭৫৮ টাকার বেশি ই-মানি ইস্যুপূর্বক ওই টাকা অননুমোদিত ৪১টি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রিফান্ডপূর্বক আত্মসাৎ করেছেন। যা দণ্ডবিধি ৪০৯/১০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭ক/৪২০ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন