Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অর্থ সব রাজনৈতিক দল নয়, জনগণের অংশগ্রহণ

গেজেট ডেস্ক

জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অর্থ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়, জনগণের অংশগ্রহণ।

বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ডিকাব টকে তিনি এই মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘের সমর্থনের কথা জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার এবং তাদের সংস্কার কার্যক্রমের প্রতি আমার অকুণ্ঠ সমর্থন রয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি।

জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের মাধ্যমে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে।

বহুল আলোচিত রাখাইন রাজ্যে ত্রাণসামগ্রী পাঠানোর জন্য করিডোর প্রসঙ্গে তিনি বলেন, করিডর ইস্যুতে কোনো ধরনের আলোচনার সঙ্গে জড়িত নয় জাতিসংঘ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন