Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সীমা‌ন্তে জনতার হাতে বিএসএফ সদস্য আটক

গেজেট ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে সোপর্দ করা হয়। আটক বিএসএফ সদস্যের নাম শ্রী গনেশ। তিনি ভারতীয় নূরপুর বিএসএফ ক্যাম্পের সদস্য।

বুধবার সকালে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তে এ ঘটনা ঘটে। এ নিয়ে বিজিবির পক্ষে থেকে কারও বক্তব্য না পাওয়া গেলেও বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেনজির আহমেদ।

বেনজির আহমেদ বলেন, জোহরপুর বিজিবি ক্যাম্পের সীমান্ত পিলার ১৯ এর ৫ এস এর সামনে বাংলাদেশী এক গরুর রাখালকে ধাওয়া করে বাংলাদেশে ঢুকে পড়লে এলাকাবাসী তাকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছে। বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে আটক শ্রী গনেশ। এরপর থেকেই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

৫৩ বর্ডারগার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকুর মোবাইলে কল দেয়া হলে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রেস নোট পাঠানো হবে বলে জানানো হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন