Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আজ জুলাই ঐক্যর ‘মার্চ টু সচিবালয়’

গেজেট ডেস্ক

জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে সচিবালয় অচল করে ‘সিভিল ক্যু’ করার পরিকল্পনার পেছনে ভারতীয় অ্যাজেন্ডা রয়েছে উল্লেখ করে আজ মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। সকাল সাড়ে ১১টায় ছাত্র-জনতাকে নিয়ে জাতীয় জাদুঘরের সামনে থেকে সচিবালয় অভিমুখে এ যাত্রা শুরু হবে।

সোমবার গণঅভ্যুত্থানের ৮০টি সংগঠনের প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’র সংগঠক ইসরাফিল ফরাজীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে ভারতীয় প্রক্সি শেখ হাসিনার সহকারীদের সচিবালয়ে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে দেশবাসীকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

জুলাই ঐক্য জানিয়েছে, গত ২০ মে জাতীয় প্রেস ক্লাবে সচিবালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা স্বৈরাচারের ৪৪ জন দোসর আমলার তালিকা প্রকাশ করা হয়। সে সময় ৩১ মের মধ্যে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো গত কয়েকদিন যাবৎ সচিবালয়ে থাকা কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের উদ্দেশ্যে করা আইনের সংশোধনের বিরুদ্ধে মাঠে আন্দোলন করছে, যা জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন