Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দেশের ইতিহাসে প্রথমবার বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার

গেজেট ডেস্ক

মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচারিক কার্যক্রমের সরাসরি সম্প্রচার।

ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রোববার দুপুরে বিটিভিতে সরাসরি সম্প্রচার শুরু হয়।

এর আগে সকাল ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ তৎকালীন আওয়ামী লীগ সরকারের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল দাখিল করা হয়।

এর আগে শনিবার প্রসিকিউটর তামিম জানান, ‘বাংলাদেশের মানুষ এবার প্রথমবারের মতো টেলিভিশনে সরাসরি ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম দেখতে পারবেন। এতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হবে।’

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

অভিযুক্ত অন্য দুইজন হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন