খুলনা, বাংলাদেশ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  স্বাগত বাংলা নববর্ষ ১৪৩২

ঢাকা প্রিমিয়ারের জন্য ক্লাবগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ বিসিবির

ক্রীড়া প্রতিবেদক

করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ মাঠে ফেরাতে প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এ জন্য অংশ গ্রহণকারী ক্লাবগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে সিসিডিএম। বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নেয়া ক্লাবগুলোর সাথে অন লাইন সভা করে প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেয়া হয়, যাতে যে কোন সময় ১৫ দিনের নোটিশে মাঠে ফেরার জন্য তৈরী হতে পারে ক্লাবগুলো।
সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানিয়েছেন, করোনা সংক্রমনের চলমান পরিস্থিতিতে লিগ শুরুর নির্দিষ্ট তারিখ সিসিডিএম জানাতে পারছে না। তবে তারা ক্লাবগুলোকে প্রস্তুত থাকতে বলেছেন, যাতে করে ১৫ দিনের সংক্ষিপ্ত নোটিশেই ২০১৯-২০ মৌসুমের স্থগিত হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ ফেরানো সম্ভব হয়।
লিগ শুরুর সম্ভাব্য তারিখ নিয়ে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানিয়েছেন, ‘গতকাল আমি জাতীয় দল ও প্রথম শ্রেণির বেশ কয়েকজন ক্রিকেটারের উপস্থিতিতে কোয়াবের সঙ্গে সভা করেছি। সভায় আমরা এই মৌসুমের সম্ভাব্য শুরু নিয়ে কথা বলেছি। এই মুহূর্তে আমি নির্দিষ্ট করে বলতে পারছি না যে লিগ কবে থেকে অনুষ্ঠিত হবে। তবে আমি চাইবো ক্লাবগুলো যেন অনলাইনে প্লেয়ারদের সঙ্গে যোগাযোগ রাখে যাতে করে তারা শারীরিক ফিটনেস ধরে রাখার কাজ চালিয়ে যেতে পারে। ক্লাবগুলোকে এও বলা হয়েছে তারা যেন পরিস্থিতি উন্নতি হলে ১৫ দিনের সংক্ষিপ্ত নোটিশে লিগ শুরু করতে পারে।’
ভেন্যু প্রসঙ্গে সিসিডিএম চেয়ারম্যানের নির্দেশনা হল, ‘বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজার এবং বিকেএসপির মাঠ ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে এবং এও বলা হয়েছে লিগ শুরু হলে প্লেয়ার এবং ক্লাব ম্যানেজমেন্ট ভেন্যুতেই আইসোলেশনে থাকবেন।’
এদিকে লিগে অংশ নেয়া দুই ক্লাব ব্রাদার্স ইউনিয়ন ও পারটেক্স গ্রুপের প্লেয়ারদের অভিযোগের প্রেক্ষিতে ক্লাব দুটোকে চুক্তির নিয়ম অনুসারে পারিশ্রমিকের ৫০ ভাগ পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছেন কাজী ইনাম আহমেদ।
প্রসঙ্গত, ১৫ মার্চ মাঠে গড়িয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ২০১৯-২০২০ মৌসুমের খেলা। কিন্তু ওই মাসের শুরুতেই দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকলে প্রথম রাউন্ড শেষে অনির্দিষ্ট কালের জন্য লিগ বন্ধ ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পান।

খুলনা গেজেট/রুবেল




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!