কথায় আছে মানুষ তার স্বপ্নের সমান বড়। কেউ স্বপ্ন দেখা ভালো পড়াশোনা করে তার পছন্দের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করবে কেউ বা তার পছন্দের বিষয়ে পড়বে। তাইতো এইচএসসি পরীক্ষার পরে শুরু করে কঠোর পরিশ্রম বিশ্ববিদ্যালয়ের একটি সিট পাবার জন্য রাতকে রাত না বলে, দিনকে দিন না বলে পড়াশোনা করে। আবার কেউ কেউ বিজ্ঞান থেকে পাস করে মানবিক বিভাগের জন্য প্রস্তুতি নেয়।
এভাবে পড়াশোনা করার পর কেউ যখন প্রথম বারে বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পান না তখন তারা দ্বিতীয় বারের জন্য প্রস্তুতি নিতে থাকে। এই একটা বছর তাকে নানা সমালোচনা সহ্য করতে হয়। শুধু মাত্র একটি আসনের জন্য।
কিন্তুু ২০২০ সাল অন্য বছরের মতো না, শিক্ষার্থীদের ভোগান্তির কথা মাথায় রেখে প্রথম বারের মতো ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক-এই তিন ইউনিটে এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়া হবে। ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রে এসব বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি অনুষ্ঠিত হবে। তবে এতে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট থাকছে না।
এজন্য বিপাকে পড়েছে গত দুই বছর ধরে সেকেন্ড টাইমের প্রস্তুতি নেওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ অবস্থায় এসব ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন ইউনিট বহাল রাখার পাশাপাশি বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান পরীক্ষায় অন্তর্ভুক্ত রাখার দাবিতে আন্দোলনে নেমেছেন। বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা কর্মসূচি পালন করছেন।
১৯ বিশ্ববিদ্যায়ের ভর্তি পরীক্ষা কমিটির এই সিদ্ধান্ত লাখ লাখ ছেলে-মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত করছে। একটি ভুল সিদ্ধান্ত লাখ লাখ ছেলে মেয়েদের জীবন নষ্ট করবে বলে ধারণা। সুতরাং তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে বা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের বিনীত অনুরোধ করছি।
খুলনা গেজেট/কেএম