Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

গুগল ক্রোম ও এজ এক্সটেনশন ব্যবহারে ‘রেড অ্যালার্ট’ পরিস্থিতি

গেজেট ডেস্ক

গুগল ক্রোম ব্যবহারকারীদের এখনই তাদের ব্রাউজিং ডেটা মুছে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এটি একটি ‘রেড অ্যালার্ট’ পরিস্থিতি। যদি আপনি ডেস্কটপে গুগল ক্রোম ব্যবহার করেন, তাহলে এখনই দেখে নিন আপনি কোন কোন এক্সটেনশন চালু রেখেছেন। সন্দেহজনক বা অপ্রয়োজনীয় এক্সটেনশনগুলো মুছে ফেলুন দ্রুত।

কারণ, সাইবার অপরাধীরা এসব এক্সটেনশন হ্যাক করে ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ওপর নজরদারি করছে এবং গোপন তথ্য চুরি করছে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান কোই সিকিউরিটি জানিয়েছে, এখন পর্যন্ত গুগল ক্রোম ও মাইক্রোসফট এজ মিলিয়ে প্রায় ২৩ লাখ ব্যবহারকারী এই সমস্যার শিকার হয়েছেন।

এ পর্যন্ত ১৮টি এক্সটেনশনে ম্যালওয়্যার শনাক্ত করা হয়েছে। এগুলোর বেশকিছু বিনোদন বা কাজের সহায়ক এক্সটেনশন সেজে রয়েছে।

নিরাপত্তা সংস্থা কোই সিকিউরিটি’র মতে, এ পর্যন্ত প্রায় তেইশ লাখ ব্যবহারকারী এই প্রতারণার শিকার হয়েছেন। শুধু গুগল ক্রোম নয়, মাইক্রোসফট এজ নামের আরেকটি ইন্টারনেট ব্রাউজারও আক্রান্ত হয়েছে।

এখন পর্যন্ত অন্তত আঠারোটি এক্সটেনশনে ক্ষতিকর সফটওয়্যার পাওয়া গেছে। এগুলোর বেশকিছু বিনোদন বা কাজের সহায়ক হিসেবে ছদ্মবেশ ধারণ করেছে।

এই আক্রমণের নাম দেওয়া হয়েছে ‘রেড ডাইরেকশন’, কারণ এই ক্ষতিকর প্রোগ্রামগুলো এমনভাবে লুকানো থাকে যে সহজে ধরা পড়ে না। যদিও গুগল এরই মধ্যে কিছু এক্সটেনশন সরিয়ে ফেলেছে, তবে আপনি যদি সেগুলো আগেই ইনস্টল করে থাকেন, তাহলে নিজের হাতে মুছে ফেলতে হবে।

যেসব এক্সটেনশনে সমস্যা পাওয়া গেছে, তার কয়েকটি তুলে ধরা হলো:

– আনলক ডিসকর্ড

– ডার্ক থিম

– ভলিউম ম্যাক্স

– আনব্লক টিকটক

– আনলক ইউটিউব ভিপিএন

– কালারপিকার

– আবহাওয়া

– ইউটিউব আনব্লকার

– সার্চজিপিটি

– হেডার ভ্যালু

– ইমোজি কিবোর্ড

– ফ্ল্যাশ প্লেয়ার

– ওয়েব সাউন্ড ইকুয়ালাইজার

এসব এক্সটেনশনগুলোর মধ্যে অনেকেই আবহাওয়ার তথ্য, ভিডিও স্পিড কন্ট্রোল, শব্দ বাড়ানোর টুল, ইমোজি কিবোর্ড বা ভিপিএন সুবিধা দেওয়ার কথা বলে থাকে।

ব্যক্তিগত তথ্য রক্ষা করতে আপনাকে যা করতে হবে:

– ব্রাউজিং হিস্টোরি মুছে ফেলুন

– ক্ষতিকর এক্সটেনশনগুলো ডিলিট করুন

– যদি কোনো পাসওয়ার্ড আপনি ওই এক্সটেনশনে ব্যবহার করে থাকেন, তাহলে তা পরিবর্তন করুন

যেভাবে এক্সটেনশন ডিলিট করবেন:

– ব্রাউজারের মেনুতে যান

– More tools বা আরও টুলস এ ক্লিক করুন

– তারপর Extensions বা এক্সটেনশনস-এ যান

– যেটি ডিলিট করতে চান সেটি খুঁজে নিয়ে Remove বা Uninstall চাপ দিন

– শেষে ব্রাউজারটি রিস্টার্ট করুন

 

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন