ছাত্র রাজনীতিমুক্ত পরিবেশ, সেশনজটবিহীন পাঠক্রম ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোরম ক্যাম্পাস- এই সবকিছুর সমন্বয়েই গড়ে উঠেছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খুলনা বিশ্ববিদ্যালয়। দেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যেখানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর- এ দুই টার্মে ভাগ করে এক বর্ষপঞ্জিতে নিয়মিতভাবে পাঠদান ও পরীক্ষা সম্পন্ন হয়। এর ফলে নির্ধারিত চার বছরেই স্নাতক/স্নাতক (সম্মান) কোর্স শেষ করতে পারছেন শিক্ষার্থীরা। তাই তো, এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঘিরে ব্যাপক আগ্রহ রয়েছে দূর-দূরান্তের শিক্ষার্থীদের।
রবিবার (১৮ মে ) সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এ সময় তিনি ভর্তি হতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলেন। দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা উপাচার্যের আন্তরিকতায় মুগ্ধ হয়ে জানালেন খুলনা বিশ্ববিদ্যালয় ঘিরে তাদের আগ্রহের কথা।
উত্তরবঙ্গের নীলফামারি থেকে আসা শিক্ষার্থী আকিল মাহমুদ বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নেই, এটা অত্যন্ত ভাল দিক। এখানে এসে দেখলাম পরিস্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস। যেন মনোরম দৃশ্যের অবতারণা। এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ আকৃষ্ট করবে যে কাউকে।
ঢাকা থেকে আসা শিক্ষার্থী আয়েশা তাহরিন শোনালেন ভিন্ন কথা। তার মতে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনেকটাই ভিন্ন। শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার ব্যাপারে শিক্ষকরা যথেষ্ট আন্তরিক। এছাড়াও সেশনজট না থাকায় শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখে।
নাটোর থেকে আসা অভিভাবক আমির হোসেন বলেন, তার মেয়ের ছোটবেলা থেকেই ইচ্ছা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। অভিভাবক হিসেবে আমরা চাই সন্তানরা এমন একটি পরিবেশে পড়ুক, যেখানে কোনো ঝামেলা নেই, নিরাপত্তা আছে, আর মনোযোগ দিয়ে পড়ালেখা করা যায়। এক্ষেত্রে উদাহরণ হতে পারে খুলনা বিশ্ববিদ্যালয়। এখান থেকে পড়াশোনা করে বের হওয়া শিক্ষার্থীরা দেশের ভাল ভাল অবস্থানে রয়েছে। তাদের মাধ্যমে জানতে পারি- এসব ইতিবাচক দিক।
জয়পুরহাট থেকে আসা অভিভাবক রাবেয়া বেগম বলেন, শিক্ষার অনুকূল পরিবেশের কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম সর্বক্ষেত্রে বিদ্যমান। এখানে মেয়েকে ভর্তি করে আমরা নিশ্চিন্তে বাসায় থাকতে পারবো। ছাত্র রাজনীতি ও সেশনজট না থাকায় আগ্রহটা একটু বেশি। তবে, এখানকার প্রাকৃতিক পরিবেশটাও সৌন্দর্যমণ্ডিত।
পিরোজপুরের কাকন আক্তার বলেন, এখানকার পড়াশোনা অনেক ভালো। শিক্ষকেরা খুব আন্তরিক, নিয়মিত ক্লাস হয়, আর পরিবেশটাও বেশ শান্তিপূর্ণ। এমন একটি জায়গায় পড়াশোনা করলে ভালো ফলাফল করাসহ মানসিকভাবে সুস্থ থাকাও সম্ভব হয়।
-প্রেস বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/এএজে