শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

বতসোয়ানায় আবিষ্কার হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা

গেজেট ডেস্ক

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরাটি আফ্রিকার অন্যতম ধনী দেশ বতসোয়ানার একটি খনিতে আবিষ্কৃত হয়েছে। কানাডিয়ান ফার্ম লুকারা ডায়মন্ড মোতাবেক হীরাটি ২৪৯২ -ক্যারেটের।

লুকারার একটি বিবৃতিতে বলা হয়েছে, এক্স-রে ট্রান্সমিশন প্রযুক্তি ব্যবহার করে উত্তর-পূর্ব বতসোয়ানার কারোয়ে খনিতে এই হীরাটি তারা আবিষ্কার করেন। তবে সংস্থার তরফে হীরার মূল্য সম্পর্কে কিছু জানানো হয়নি। ক্যারেট অনুযায়ী হিসেব করলে এর আগে ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় ৩০১৬ ক্যারেটের কুলিনান আবিষ্কার হয়েছিল। তারপরেই স্থান পেয়েছে এই হীরাটি। লুকারার প্রেসিডেন্ট উইলিয়াম ল্যাম্বও এই আবিষ্কারে আনন্দ প্রকাশ করেছেন। বতসোয়ানা বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদনকারী দেশগুলোর একটি। বিশ্বব্যাপী হীরা উৎপাদনের প্রায় ২০ শতাংশ এই দেশে হয়ে থাকে। একটি বিবৃতিতে লুকারা জানিয়েছে, পাথরটি এখনও পর্যন্ত পাওয়া বৃহত্তম হীরাগুলোর মধ্যে একটি’।

আবিষ্কারের পর লুকারার ম্যানেজিং ডিরেক্টর নাসিম লাহরি কানাডার প্রেসিডেন্ট মোকগুয়েতসি মাসিসির কাছে হীরাটি দেখান।

বর্তমানে সবথেকে বৃহত্তম হীরার তালিকায় প্রথম স্থানে রয়েছে কুলিনান, যেটি ৩১০৬ ক্যারেটের। প্রায় ১২০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় এটি আবিষ্কৃত হয়েছিল। কুলিনান হীরাকে কেটে নয়টি পৃথক পাথরে রূপান্তরিত করা হয়েছিল, যার কয়েকটি বৃটিশ ক্রাউন জুয়েলসে রয়েছে।

ইউরোপের বৃহত্তম অনলাইন হীরা জুয়েলারি কোম্পানি, ৭৭ ডায়মন্ডের ব্যবস্থাপনা পরিচালক, টোবিয়াস কোরমিন্ড কুলিনান হীরার পরে দ্বিতীয় বৃহত্তম হীরা আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। কোরমিন্ড আরও বলেন, ‘এই আবিষ্কারটি মূলত নতুন প্রযুক্তির জন্য সম্ভব হয়েছে। যার দ্বারা টুকরো টুকরো না করেই খনি থেকে বড় হীরা বের অক্ষত অবস্থায় বের করে আনা যায়। ‘

সূত্র : ইন্ডিয়ানএক্সপ্রেস

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন