সৌদি আরবের আকাশে রোববার (১৮ জুন) ইসলামি ক্যালেন্ডারের বারোতম মাস পবিত্র জিলহজের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৮ জুন (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। অপরদিকে ব্রুনাই ও মালয়েশিয়ায় মুসলিমদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার প্রথম দিন হচ্ছে ২৯ জুন বৃহস্পতিবার। এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই ও প্রতিবেশী দেশ মালয়েশিয়াতে রোববার (১৮ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় জিলকদ মাস ৩০ দিনে হবে বলে জানা গেছে। তাই মঙ্গলবার (২০ জুন) হতে যাচ্ছে জিলহজ মাসের প্রথম দিন। আর জিলহজের দশম দিন হবে ঈদুল আজহার প্রথম দিন। নবম দিন হচ্ছে আরাফাতের দিবস। আর ঈদের তিনদিন হচ্ছে ১০-১২ জিলহজ। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ঈদ হতে যাচ্ছে বৃহস্পতিবার (২৯ জুন) থেকে শনিবার (১ জুলাই)।
স্থানীয় সময় রোববার (১৮ জুন) সন্ধ্যায় দেশটির জ্যোতির্বিদ্যা কেন্দ্র ঈদের এই তারিখ ঘোষণা করে। সংস্থাটির তথ্য অনুযায়ী পবিত্র আরাফাতের দিবস পালিত হবে ২৮ জুন (বুধবার)।
বিশ্বের বিভিন্ন দেশ রাষ্ট্রীয় চাঁদ দেখা কমিটির তথ্যের ওপর নির্ভর করে ঈদের দিন ঘোষণা করে। এসব দেশের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, ওমান, মরক্কো, মোরিতানিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ।
সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয় এবং মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, ওমানের একদিন পর বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে ঈদ উদযাপন করা হয়।
এদিকে সৌদি আরবের আকাশে রোববার (১৮ জুন) ইসলামি ক্যালেন্ডারের বারোতম মাস পবিত্র জিলহজের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৮ জুন (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।
রোববার সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জিলহজের চাঁদ ওঠায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস ও ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।
আজ থেকে প্রায় ১৫ শ বছর আগে সৌদি আরব থেকেই উত্থান ঘটেছিল ইসলাম ধর্মের, বর্তমানে যা বিশ্বের প্রধান ধর্মগুলোর একটি। ইসলাম ধর্মে এই দিনটি হজের শেষ দিন হিসেবে পালন করা হয়। এই দিন আল্লাহর সন্তুষ্টির আশায় গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট প্রভৃতি কোরবানি করেন সামর্থ্যবান মুসলিমরা।
পবিত্র ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হজ। প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ সামর্থ্যবান মুসলিম সৌদি আরবের মক্কায় হজ পালন করতে যান।
খুলনা গেজেট/এমএম