চলছে ইসলামের সবচেয়ে পবিত্র মাস রমজান। এ মাসে রাতের শেষ প্রহরে সেহরি খেয়ে রোজা রেখে সূর্যাস্তের পরপরই ইফতার করা হয়। তাই খুবই জরুরি সেহরি ও ইফতারের সঠিক সময় জেনে রাখা।
আসুন জেনে নেয়া যাক আগামীকাল মঙ্গলবার (৪ মার্চ) ৩ রমজানের খুলনা ও তার পাশ্ববর্তী এলাকার ইফতার ও সেহরির সময়সূচি।
সেহরি ও ইফতারের সময়সূচি আগেই ঠিক করেছে ইসলামিক ফাউন্ডেশন। সে মোতাবেক খুলনা জেলায় ৩ রমজানের (মঙ্গলবার) সেহরির শেষ সময় ভোর ৫টা ৩ মিনিট। ইফতারের সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিট।
রোজার নিয়ত :
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা তৃতীয়। ইসলামের নিয়মানুযায়ী রমজান মাসে প্রতিটি সুস্থ-সবল মানুষের জন্য রোজা রাখা বাধ্যতামূলক।তাই ফজরের আগে সেহরি খাওয়ার মাধ্যমে রোজা শুরু করতে হয় এবং সন্ধ্যায় ইফতারের মাধ্যমে দিনের রোজার সমাপ্তি ঘটে। এ দুটি সময়ে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ।
রোজার আরবি নিয়ত :
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
রোজার নিয়তের বাংলা উচ্চারণ
নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
রোজার নিয়তের বাংলা অর্থ
হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়্ত করলাম। তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
ইফতারে যে দোয়া পড়বেন
রোজা রাখা ও ইফতারের জন্য নির্দিষ্ট দোয়া রয়েছে। যার মাধ্যমেও মহান রবের শুকরিয়া আদায়ের পাশাপাশি সওয়াব লাভ করা যায়। ইফতারের ছোট্ট দোয়াটি হলো-
اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ
বাংলা: আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু।
অর্থ: হে আল্লাহ! আপনার জন্য আমি রোজা রেখেছি, আপনার রিজিক দ্বারাই ইফতার করছি।
মু’আয ইবন যুহরা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় এই দোয়াটি পড়তেন। (আবু দাউদ, হাদিস: ২৩৫০)
খুলনা গেজেট/এমএম