বিশ্বের ৩ দেশ থেকে নির্বাচন কমিশনের (ইসি) ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের অ্যাপে সাইবার হামলা চালানো হয়েছে। তবে হ্যাকাররা অ্যাপটি হ্যাকড করতে পারেনি বলে জানিয়েছে ইসি। যে তিনটি দেশ থেকে সাইবার হামলা চালানো হয়েছে, সে দেশগুলোর মধ্যে ইউক্রেন ও জার্মানি রয়েছে।
রোববার বিকালে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান ।
সচিব বলেন, এটাকে (অ্যাপ) আক্রমণ করে স্লো করে দেওয়া হয়েছে। হ্যাক হয়েছে বলা যাবে না, স্লো করে দেওয়া হয়েছে। আমাদের অ্যাপ চলছে। এখন যে চলছে না তা নয়, কিন্তু স্লো।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে। যেখানে ভোটের তথ্য লাইভ আপডেট জানানো হবে। তবে রোববার সকাল থেকেই ইসির এই অ্যাপ্লিকেশন ঠিকমতো কাজ করছে না বলে ভোটাররা অভিযোগ করছেন।