জুলুম নয়, ৩১ দফা বাস্তবায়ন করে প্রতিশোধ নিবে বিএনপি। কি করলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে তা খেয়াল রাখতে হবে। বুধবার (২৩ এপ্রিল) রংপুর বিভাগের এক সাংগঠনিক সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতির উদ্দেশ্য দেশ ও দেশের মানুষ। দলের ৩১ দফা দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে বিএনপি কি করতে চায় তা যদি মানুষের কাছে পৌঁছানো যায় তাহলে সকল প্রতিপক্ষকে মোকাবিলা করা যাবে।
তিনি আরও বলেন, বিগত সরকার যা করেছে তা বিএনপি করতে চায় না। জুলুম করে বিএনপি প্রতিশোধ নিতে চায় না। জনগণের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে দেশের জন্য বিএনপি কিছু করতে পারবে। প্রতিটি নেতাকর্মীকে জনগণের আস্থা ধরে রাখার ব্যবস্থা করতে হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বিগত নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি।
দেশ গঠন ও ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহবান জানান তিনি।
খুলনা গেজেট/ টিএ