খুলনা, বাংলাদেশ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল করেছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, ১১টায় বৈঠক, তারপর নতুন সিদ্ধান্ত

৩০ জুনের মধ্যে প্রকাশ হবে ৪৪তম বিসিএসের ফল: পিএসসি চেয়ারম্যান

গেজেট ডেস্ক

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পিএসসির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পিএসসি চেয়ারম্যান বলেন, আমরা ৪৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি। ভাইভা আগামী ১৭ জুনের মধ্যে শেষ করা হবে। এরপর দ্রুত ফলাফল প্রস্তুতের কাজ শুরু হবে এবং ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, পিএসসি এখন একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং স্বচ্ছ প্রতিষ্ঠান। আমরা সময়ের গুরুত্ব বুঝে কাজ করছি। প্রার্থীদের অপেক্ষা যেন দীর্ঘ না হয়, সেদিকে সর্বোচ্চ নজর দিচ্ছি।

নিয়োগ সংক্রান্ত তথ্য :

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে মোট ১,৭১০ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

ক্যাডার নিয়োগ সংখ্যা :

প্রশাসন ক্যাডার ২৫০, পুলিশ ক্যাডার ৫০, পররাষ্ট্র ক্যাডার ১০, আনসার ক্যাডার ১৪, নিরীক্ষা ও হিসাব ক্যাডার ৩০, কর ক্যাডার ১১, সমবায় ক্যাডার ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডার ৭, তথ্য ক্যাডার ১০, ডাক ক্যাডার ২৩, বাণিজ্য ক্যাডার ৬, পরিবার পরিকল্পনা ক্যাডার ২৭, খাদ্য ক্যাডার ৩, টেকনিক্যাল ক্যাডার ৪৮৫ ও শিক্ষা ক্যাডার ৭৭৬ জন।

আবেদন ও প্রাথমিক পর্বের তথ্য :

৪৪তম বিসিএসে মোট আবেদন করেছিলেন ৩,৫০,৭১৬ জন। এই বিসিএসের প্রাথমিক (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ২৭ মে। এতে উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেন, যা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ডিসেম্বর মাসে। এরপর ২০২৩ সালের নভেম্বরে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

বর্তমানে ভাইভা (মৌখিক পরীক্ষা) চলমান রয়েছে, যা জুনের মাঝামাঝি সময়ে শেষ করার পরিকল্পনা রয়েছে।

পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম জানান, কমিশনের কাজের গতিশীলতা এবং স্বচ্ছতা আরও বৃদ্ধি পেয়েছে। সময়মতো ফলাফল প্রকাশ এবং পরীক্ষার প্রতিটি ধাপে প্রার্থীদের মানসিক চাপ কমানোর দিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে পিএসসি যে গতিতে কাজ করছে, তাতে ভবিষ্যতে বিসিএস পরীক্ষার পুরো প্রক্রিয়া আরও দ্রুত এবং দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!