গণহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৫ মার্চ) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে অবস্থিত বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। পরে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বধ্যভূমি সংলগ্ন এলাকার মাঠে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু প্রমুখ। এসময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যলয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানী সেনাবাহিনী ঢাকা শহরে একটি পরিকল্পিত গণহত্যা চালায়, যা ইতিহাসে “অপারেশন সার্চলাইট” নামে পরিচিত। পাকিস্তানি বাহিনী এদিন ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী ও অন্যান্য শহর ও অঞ্চলে বিক্ষিপ্তভাবে সাধারণ জনগণের ওপর আক্রমণ চালায়। এই রাতে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়, এমনকি মসজিদে, বাসাবাড়িতে, হাসপাতাল গুলোতে পর্যন্ত নির্বিচারে হামলা করে গণহত্যা করা হয়েছিল, তারই স্মরণে ও শ্রদ্ধায় জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়।
বক্তারা আরো বলেন, ২৫ মার্চ ১৯৭১ এদেশীয় রাজাকারদের সহায়তায় পাক হানাদার বাহিনী শহর গ্রামে ঢুকে পড়ে। জ্বালাচ্ছে ঘরবাড়ি, লুন্ঠন ও হত্যা করছে নিরস্ত্র সাধারণ মানুষকে। তাই প্রাণ ভয়ে একেবারে সাধারণ মানুষরা একটু বেঁচে থাকার আশায় সব ছেড়ে পাড়ি জমাচ্ছিল ভারতে। এরকমভাবে সাতক্ষীরা সড়ক ধরে সীমান্তের দিকে যাবে মানুষ। ক্লান্ত শরনার্থীরা একটু জিরোতে আশ্রয় নিলো সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে (তখনকার টাউন হাইস্কুল)। খবর পেয়ে পাক হানাদার বাহিনী সেখানে থাকা সেই সাধারণ চারশতাধিক মানুষকে হত্যা করলো নির্মমভাবে।
এদিকে গণহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু। এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সরকারী প্রধান শিক্ষক মতিউর রহমান, সিনিয়র শিক্ষক জিএম আলতাব হোসেন, আবুল কালাম আজাদ, খান মাকসুদুর রহমান, মোবাশ্বের রহমান, মো. মোস্তাফিজুর রহমান, শেখ মুস্তাফিজুর রহমান, মোস্তফা খায়রুল আবরার গাজী মমিনউদ্দিন প্রমূখ।
খুলনা গেজেট/এএজে