খুলনা, বাংলাদেশ | ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

Breaking News

  রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
  ঢাকা শিশু হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট
  রাজধানীর খিলগাঁওয়ে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  জাতীয় পতাকার নকশাকার, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস মারা গেছেন

২৪ ঘন্টায় নিভল ভিআইপি ব্যাগ কারখানার আগুন, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

২৪ ঘন্টা পর মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)‘র ভিআইপি- ব্যাগ-১ নং কারখানার আগুন নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বুধবার (০১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪ টার দিকে ফায়ার আউট ঘোষনা করা হয়েছে। এই সময়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে। তবে পর্যবেক্ষণ করার জন্য ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

এর আগে মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় মোংলা ইপিজেডে থাকা ভিআইপি ইন্ডাষ্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামের ভিআইপি-১ ব্যাগ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে পর্যাক্রমে খুলনা, বাগেরহাট ও মোংলা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। তবে ফ্যাক্টরীর ভিতরে পলেস্টার টাইপের ফেব্রিক্স, ফোম ও ক্যামিকেল থাকায় আগুন নেভাতে সমস্যায় পড়েন ফায়ার ফাইটাররা।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মামুন মাহমুদ বলেন, অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে আমাদের বিভিন্ন স্টেশনের কয়েকটি ইউনিট আগুন নির্বাপন কাজে অংশ নেয়। কিন্তু ফ্যাক্টরীর মধ্যে ফেব্রিক্স, ফোম, ট্রলি ও ক্যামিকেল থাকায় আগুন নেভাতে একটু সমস্যা হয়েছে। সর্বোচ্চ চেষ্টায় আমরা আগুন নেভাতে সক্ষম হয়েছি। এরপরেও যদি কোথাও থেকে সুপ্ত আগুন আবার জ্বলে ওঠে সাথে সাথে তা নির্বাপন করা হবে। এজন্য পাম্প ও ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে রয়েছেন। ফ্যাক্টরী পর্যবেক্ষণ করছেন।

এদিকে আগুনের ঘটনায় দেড়শ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে মোংলা থানায় সাধারণ ডায়েরী করেছেন ফ্যাক্টরীর সহকারি ব্যবস্থাপক আশীস কুমার কর্মকার।

সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেছেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ফাক্টরীর কাঁচামাল ও মেশিনারিজ পুড়ে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে আমাদের কোন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা আহত হননি। আগুন দৃশ্যমান হওয়ার সাথে সাথে তারা নিরাপদ স্থানে যেতে সক্ষম হয়েছেন।

অন্যদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানতে মোংলা ইপিজেড কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। মোংলা ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক আবুল হাসান মুন্সির নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ৩ কার্যদিবসের মধ্যে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানাবে।

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ভিআইপি-১ ফ্যাক্টরীর আগুন নির্বাপন করা হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করবেন। তদন্ত প্রতিবেদন পেলে বোঝা যাবে কি কারণে আগুন লেগেছে।

খুলনা গেজেট/ এসজেড

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!