২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনে একমাত্র আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডেই হতে পারে আসরটি। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলজিয়ামের বেলগ্রেডে উয়েফার এক সভায় বিষয়টি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
তিনি আরও জানান, ২০৩১ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র ও কনকাকাফ অঞ্চলের কয়েকটি দেশ আগ্রহ দেখিয়েছে। সেই আসরে ৪৮ দল অংশ নিতে পারে।
ফিফার নিয়ম অনুযায়ী, ২০৩১ বিশ্বকাপ যদি আমেরিকা মহাদেশে হয়, তাহলে ২০৩৫ সালের আসর ইউরোপ বা আফ্রিকায় আয়োজন করতে হবে। আয়োজক হওয়ার দৌড়ে স্পেন, মরক্কো ও পর্তুগালের নাম শোনা গেলেও তারা শেষ পর্যন্ত বিড জমা দেয়নি। ৩১ মার্চ ছিল বিড জমা দেওয়ার শেষ সময়, যেখানে একমাত্র যুক্তরাজ্যই আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে।
ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, ‘আমি নিশ্চিত করছি যে ২০৩১ (যুক্তরাষ্ট্র) ও ২০৩৫ (যুক্তরাজ্য) বিশ্বকাপের জন্য আমরা একটি করে বৈধ বিড পেয়েছি।’
বিবিসি জানিয়েছে, ২০৩৫ বিশ্বকাপ আয়োজনের আনুষ্ঠানিক বিড এ বছরই জমা দিতে হবে। এরপর ২০২৬ সালে ফিফার সভায় ভোটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে