ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে ১ কেজি ২০৪ গ্রাম ৭০০ মিলিগ্রাম ওজনের ১০টি স্বর্ণেও বারসহ সুমন ইসলাম (১৭) নামের এক কিশোর চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার ভোমরা সীমান্তের ফলমোড় এলাকা থেকে এই স্বর্ণসহ তাকে আটক করা হয়।
আটক কিশোর সুমন ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের সীমান্তবর্তী লক্ষীদাড়ি গ্রামের আব্দুল গফুর গাজীর ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারে যে, ভোমরা সীমান্তের ফলমোড় দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার আফজাল হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল উল্লেখিত স্থানে সতর্ক অবস্থান নেয়। বৃস্পতিবার দুপুরের দিকে কিশোর সুমন ইসলাম ভোমরার ফলমোড় দিয়ে পায়ে হেটে লক্ষীদাড়ি সীমান্তের দিকে এগিয়ে যেতে থাকলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে তার পরনের প্যান্টের পকেটে কালো স্কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ২০৪ গ্রাম ৭০০ মিলিগ্রাম। যার মুল্য প্রায় ১ কোটি ৪০ লাখ ৬৬ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণেও বার ট্রেজারি অফিসে জমা ও আসামীকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
অপরদিকে, জেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল এলএসডি মাদক জব্দ করেছে বিজিবি।
খুলনা গেজেট/এএজে