দীর্ঘ ১৬ বছর পর যশোরের শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সেই সঙ্গে আগামী দুই বছরের জন্য আবুল হাসান জহিরকে সভাপতি ও নূরুজ্জামান লিটনকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারি ) বিকালে শার্শা উপজেলা বিএনপির আয়োজনে শার্শা স্টেডিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা বিএনপি’র আহ্বায়ক খায়রুজ্জামান মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিদ্র্য ইসলাম অমিত।
তিনি বলেন, একটি পক্ষ বলেছেন , বিএনপি সংস্কার চাই না। বিএনপি সংস্কার চাই কি চাই না তা তারেক রহমান গত দু’বছর আগে ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখায় ঘোষণা করেছেন। আজ ৫ আগস্ট পরবর্তী সময়ে অনেকের মুখে বুলি ফুটেছে। সংস্কার বলতে কি বুঝায় ? আর সংস্কার কিভাবে করতে হয় বাংলাদেশীদের ভোটে অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পেয়েছেন তাদের সেই প্রস্তুতি ছিল বলেই দু’বছর আগেই সংস্কারের কথা বলেছেন। আজ একটি রাজনৈতিক দল মসজিদ আর জানাযায় রাজনীতি করছেন? তেমনি ভাবে শেখ হাসিনা সনাতন ধর্মীয়দের নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন। বিএনপি কখনো মসজিদ মন্দির ধর্মীয় উপাসনালয় নিয়ে রাজনীতি করেনা। মসজিদ মন্দির রাজনীতি করার জায়গাও নয়। তাই মসজিদ মন্দিরকে সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে।
এ সময় তিনি আরো বলেন, নির্বাচনে বিজয়ী হতে হলে আমাদের সকলকে একত্রিত থাকতে হবে । তাই সকলকে একত্রে থাকার আহ্বান জানান।
দ্বি-বার্ষিক সম্মেলনটি উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
সম্মেলনটি সঞ্চালন করেন শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আবুল হাসান জহির।
এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে