খুলনা, বাংলাদেশ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন সংবিধান প্রণয়ন হওয়া পর‌্যন্ত ৭২’র সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে, ছোট আইন করেও বড় পরিবর্তন সম্ভব : আসিফ নজরুল
  রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন করে গেজেট প্রকাশ
  এ মাসের শেষে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে : আবহাওয়া অফিস

১৪৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট নওয়াপাড়া পৌরসভার

অভয়নগর প্রতিনিধি

অবকাঠামো নির্মাণ ও ব্যাপক উন্নয়ন পরিকল্পনার সমন্বয়ে ২০২৩-২০২৪ অর্থবছরে ১৪৩ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট করেছে নওয়াপাড়া পৌরসভা। প্রস্তাবিত বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে বুধবার (৭ জুন) সকালে পৌর অডিটোরিয়ামে ‘নগর সমন্বয় কমিটি’র (টিএলসিসি) এক সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মীর উজ্জ্বল।

প্রস্তাবিত বাজেটের বিষয়ে মতামত প্রকাশ করেন নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান টোকন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, বিভা’র নির্বাহী পরিচালক সুকুমার ঘোষ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর তানভীর হোসেন তানু, মোস্তফা কামাল, শেখ আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, রেজাউল ইসলাম রেজা ফারাজী, বিপুল শেখ, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া খাতুন, শিরিনা বেগম, রাশেদা খানম লিপি, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন বিশ্বাস, মোল্যা আনোয়ার হোসেন, গোলাম আজম মিঠু, আনিসুর রহমান মিন্টু, ইলিয়াস সরদার, বাচ্চু খান, সফি কামালসহ পৌর ‘নগর সমন্বয় কমিটি’র অন্যান্য নেতৃবৃন্দ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!