খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫
  গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

হৃদয়ে যতো সুখ : আরাধনায়

আবদুস সালাম খান পাঠান

প্রভু দয়াময় আমার সকল প্রচেষ্টা, মকছুদ সফল –
করতে দাও শক্তি, হিকমত, হৃদয়ের মনোবল ।
ভালোবাসা অনুরাগে, সিক্ত করে দাও,-দু’নয়নের অশ্রুজল,
-নিভাও, বুকের বাসনা অনল ।

আঁধার রাতে, আলোর পথে; ছড়িয়ে দাও জ্ঞানের জ্যোতি –
হে চির মহান, দয়াময়-রাব্বুল আলামীন!
তোমার সৃষ্টির মহিমা, জগতের ঐশ্বর্য কতো যে
সুন্দর, পূত-পবিত্র চিরদিন ।

ধূসর মরু-সাহারা মরুদ্যানে উজ্জ্বল আলোর শিখা
দীপ্তমান । নবীজির (সা:) পুন্য-পরশে অন্তর জ্যোতির্ময়
চির অমলিন ।
প্রভু, তোমার অসীম কুদরত, সহায় সম্পদরাজির
ঐশ্বর্য-মায়ায়, হৃদয়ের যতো সুখ তোমারই
একান্ত প্রার্থনায়; আমারই ক্ষুদ্র আরাধনায় !

নিঃশ্বাসে নিঃশ্বাসে হৃদয়ে জপি, তোমারই
‘গুনবাচক’ নাম । আখিরাতের পথ সুগম করো আমার সাধনায় ।
জ্ঞানের জ্যোতি, প্রাণের বাতি, সত্য পথ নিদর্শন
‘জ্ঞানের ভান্ডার, আসমানী কিতাব’, আল-কুরআন
তুমি প্রভু, চিরঞ্জীব, একক, প্রেমময় চিরমহান।

চিরকল্যানে নতশিরে সিজদায় সুখ খুঁজি রাসূল (সা:)
– প্রেমে হৃদয় সন্নিধান । তওবা কবুল করো, হে প্রভু মহান ।
– পবিত্র, মক্কা, মদীনা হেরা অন্তর আলোক
– ভরা,’ফুলের শোভায় ধরণীতে বহে সদা নির্মল বায়ু
– পুষ্প কুঁড়ির সুমধুর ঘ্রান ।
হে প্রভু দয়াময়, রাহীম রাহমান ।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!