খুলনা, বাংলাদেশ | ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪

Breaking News

  যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি, খুলনায় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে
  চুয়াডাঙ্গা ও পাবনায় হিট স্ট্রোকে ২ জনের মৃত্যু
  দাবদহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৫ দিন, খুলবে ২৮ এপ্রিল

হৃদয়ে মিশে আছে প্রকৃতি প্রেম, ফুলের সৌরভ

আবদুস সালাম খান পাঠান

১.
হৃদয়ে আকাঙ্ক্ষা সব মিশে আছে গ্রামের সবুজ বনানী
বৃক্ষছায়ায়, তৃণলতা ঘেরা-ঘাসের; শিশির ভেজা, মাটির মসৃনে,
ভোরের ‘ফর্সা আকাশ-সূর্যের’ কিরণে- ।
বর্ষা বাদলে ঝড়ো হাওয়ায়-রাত্রি যাপনা, দূর্যোগে, ক্ষণিক বিশ্রামে,
ঘূর্ণি-তান্ডবে, অশান্ত হৃদয়ের বাসনা-সুখ, নীরব আশ্রয়ের
রাতজাগা কুঁড়েঘরে !! বিনীদ্র রজনী পোহায়-সাগর পাড়ের
– মানুষে!!
প্রবল বন্যার স্রোতে – ঢেউয়ের তালে তালে ভাওয়ালিয়া নৌকো
হেলে-দোলে অথৈ, অথৈ জলরাশির তলে, বউসন বিলের জলে।
উষাকালে দেখি, বড়পুকুর, হাওড়ে বিলে, ফোটেছে; অসংখ্য
রক্তপদ্ম, শাপলার ফুল। নাচে পদ্মপাতা ও ফুল, সুগন্ধিভরা
– পাহাড়ী ঢলে।’ বিমুগ্ধ আনন্দ প্রভাতে। কতো আকর্ষণ ঝর্ণার
স্রোতে।
গোধূলি, সন্ধ্যা বেলা ঘোর অন্ধকার অমানিশায় বাঁশঝাড়ে –
উপবনে, শুনি, জোনাকজ্বলা, ঝিঁ ঝিঁ পোকার কতো গুঞ্জন।
আকাশে উড়িতে দেখি, প্রবাসী পাখিদের অনেক ঝাঁক, হৃৎবন্ধন।
বিলের জলে, সাদাবক, পানকৌড়ি, রাজহাঁস, দু’নয়নের
অপূর্ব রসনা প্রীতি, প্রকৃতি প্রেমের স্বপ্নাবিলাস ও ভূষণে।
মাছরাঙা পাখির রঙিন ঠোঁটে, মাছধরার কৌশল, এতো –
– ক্ষণিক কৌতূহল-প্রাণের আস্বাদ নিক্কন, টাঙ্গোয়ার হাওড়ে
অতীত দিনের অচেনা, অজানা পথ, পাড়ি দেই, রাঙামাটি,
খাগড়াছড়ি, রামগড়, লামা বান্দরবানের আঁকাবাঁকা
সরু ও উঁচু নীচু পাহাড়ী ঢালু-পথে। চন্দ্রযানে পাড়ি দেই
– দুর্গম পার্বত্য পথ। কণ্টক ভরা মেঠো পথে!!

২.
এ দেশের মাটির মায়ায় ঘুরেছি কতো পাহাড়ী সবুজের
ঘন-অরণ্যে, আমার প্রকৃতি চৈতন্যে ভালোবাসা প্রাণউন্মনে।
দেখেছি, কতো আম, জাম, কাঁঠাল, আনারস, আতা, লিচু
লেবুর বাগান, রাবার ও চায়ের বাগান। –
জাফলং এর পায়ে হাঁটা সুদূর-পথে!
দেখেছি সারি সারি নারিকেল, সুপারি, পাকা সবরীকলার
সুন্দর বাগান। চাকমা রমণীর ঝুমচাষ, উর্বরতাভরা
ফসলের সবুজ ঘ্রাণ। আনন্দ-অশ্রু, বুকে, ভরে প্রাণ।
চামেলী, বেলী, গোলাপ, সূর্যমুখী, হাস্নাহেনা, পলাশ –
রজনীগন্ধা, কেওড়া ফুলের গন্ধমাখা ফুলের সৌরভে
জুড়ায় প্রাণ,- মহুয়া বন ও প্রকৃতি প্রেমের সুন্দর বনে!
আমার ভালোবাসা দেশপ্রেম পদ্মাচর, দৌলতদিয়া ঘাটের
বালুচর, ফুল ফোটা সাদা কাঁশবন, কক্সবাজার
সমুদ্র সৈকত, সবুজ গুচ্ছ ঝাউবন, প্রেমের লাবণ্যভরা, চিত্র –
সৌন্দর্য-অঙ্গন। নয়নের প্রতিচ্ছবি, প্রকৃতি বৈচিত্র্য অম্লান।
মায়ের মমতায় জড়িয়ে আছে, জীবন সৌন্দর্য, আবেগে,
– অনাবিল সুখে, নদী ও জীবন এ তরঙ্গিত ভুবনে!
হৃদয় গভীরে, বাৎসল্য প্রেমের টান, স্মৃতি অগণন।
পরম আকুলতায় দৃঢ় প্রত্যয়ে, স্রষ্টার কাছে –
অনেক চাওয়া-পাওয়া, পার্থিব, অপার্থিব সুখ করি
যে, অন্বেষণ। – সেথায় খুঁজি, সুরম্য উদ্যান, বেহেশত কানন।
বাংলাদেশ আমার জন্মভূমি। হৃদয়ে মিশে আছে
সদা প্রকৃতি প্রেম, ফুলের সৌরভে মৌমাছি গুঞ্জরণে।
– প্রভাতের সুবাসিত লগনে, নয়তো কভু অরণ্য রোদনে।
– স্বদেশ প্রেম, শৈশব স্মৃতি, এখনও জাগরুক হৃদয় সম্মোহনে।

খুলনা গেজেট/ টি আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!