খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত
  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

হাসিনার পরিবারসহ ১০ গ্রুপের অর্থ পাচার অনুসন্ধানে টিম পুনর্গঠন

গেজেট ডেস্ক

দেশের শীর্ষ পর্যায়ের ১০ শিল্পগোষ্ঠীর অবৈধ অর্থ অর্জন, কর ফাঁকি ও অর্থ পাচার খতিয়ে দেখতে যৌথ তদন্ত কমিটিগুলো পুনর্গঠন করা হয়েছে। এই অনুসন্ধানে শীর্ষ ১০ গ্রুপের সঙ্গে নতুন করে শেখ হাসিনার পরিবারকে যুক্ত করা হয়েছে। অনুসন্ধান টিমের নেতৃত্ব দিবেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৬ জানুয়ারি অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে টিম গঠনের নির্দেশনা দেওয়া হয় বিএফআইইউকে। তার পরিপ্রেক্ষিতে তদন্ত টিম পুনর্গঠন করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বিএফআইইউকে উল্লেখ করে বলা হয়, শীর্ষ এই গ্রুপগুলোর দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি , মুদ্রা পাচার এবং কর ও শুল্ক সংক্রান্ত অপরাধসহ মানি লন্ডারিংয়ে অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) , বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্বনয়ে যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা যেতে পারে। এই তদন্তে দুদক নেতৃত্ব দিবেন।

বিএফআইইউ’র একজন কর্মকর্তা বলেন, ‘টেকনিক্যাল কিছু ক্রুটির কারণে আমাদের আগের করা ১০টি টিম নতুন করে পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার পরিবারকে যুক্ত করা হয়েছে। তবে কোনো টিমকে বাতিল করা হয়নি। অনুসন্ধান টিমের কর্মকর্তাদের মধ্যে পরিবর্তন আনা হয়েছে।’

এর আগে দেশের শীর্ষ পর্যায়ের ১০ শিল্পগোষ্ঠীর অবৈধ অর্থ অর্জন, কর ফাঁকি ও অর্থ পাচার খতিয়ে দেখতে যৌথ তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর মধ্যে ৬টি গ্রুপের তদন্তে নেতৃত্ব ছিল দুদক ও ৪টির নেতৃত্ব ছিল সিআইডি। তদন্ত শেষে এসব প্রতিবেদন আদালতে দাখিল করার কথা সংস্থা দুটি।

দুদক ও সিআইডির যৌথ এই তদন্ত সমন্বয় করছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আর তাদের আইনি সহায়তা দিচ্ছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে এই তদন্ত শুরু হয়েছিল।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!