খুলনা, বাংলাদেশ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ
  গুলিস্তানে মিছিলের সময় আ.লীগের ১১ নেতাকর্মী আটক
  ভারতের হায়দরাবাদে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, আট শিশুসহ নিহত ১৭

হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ কমল হাসান, ক্ষুব্ধ দর্শকরা

বিনোদন ডেস্ক

খ্যাতিমান অভিনেতা কমল হাসানের ঠগ লাইফ-এর ট্রেলার মুক্তি পেয়েছে। মনি রত্নম পরিচালিত এই ছবিতে কমল হাসান ছাড়াও অভিনয় করেছেন দক্ষিণী নায়িকা ত্রিশা কৃষ্ণন। তবে ট্রেলারে কমল হাসানকে হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে অনেকেই অস্বস্তি প্রকাশ করেছেন।

শনিবার ট্রেলার মুক্তি পাওয়ার পরেই হইচই শুরু হয় নেট দুনিয়ায়। কিছু মানুষ যেমন ট্রেলারের প্রশংসা করেছেন তেমনই কেউ কেউ অভিনেতার সমালোচনাও করেছেন। ৭০ বছর বয়সী কমল হাসানকে ৪২ বছর বয়সী ত্রিশাকে চুমু খেতে দেখে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন দর্শকরা। শনিবার ছবির ট্রেলার প্রকাশ পেতেই নেটিজেনরা অভিনেতা-অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন।

একজন লিখেছেন, ‘যদি একজন বৃদ্ধ পুরুষ যুবতীর প্রেমে পড়ে তাহলে সেখানে কিছু বলার থাকে না কিন্তু একজন বৃদ্ধ পুরুষ যদি তরুণের মতো ভান করে তাহলে অদ্ভুত লাগে।’ অন্য একজন লিখেছেন, ‘ট্রেলার দেখে সত্যি ভীষণ অবাক হলাম।’

একজন রসিকতা সুরে মন্তব্য করে বলেন, ‘মাত্র ৩০ বছরের ব্যবধান, তারা নাকি আত্মার সঙ্গী! এটা কি ভাই?’

একজন আবার কমল হাসানের মেয়ের কথা টেনে এনে লিখেছেন, ‘ত্রিশা শ্রুতির থেকে মাত্র তিন বছরের বড়, হাঁটুর বয়সী একটি মেয়ের সঙ্গে এই দৃশ্যে অভিনয় করা কীভাবে সম্ভব?’

তবে অনেকেই আবার কমল হাসানের পক্ষেও কথা বলেছেন। একজন লিখেছেন, ‘চরিত্রের খাতিরে সবকিছুই করতে হয়। গল্পে স্পষ্ট ভাবে দেখানো হয়েছে একজন বয়স্ক গ্যাংস্টার একজন কম বয়সী মহিলার প্রেমে পড়েছেন, খুব স্বাভাবিকভাবেই এই দৃশ্যটি যথাযথ।’

কেউ আবার লিখেছেন, ‘ যদিও তারা দুজনেই প্রাপ্তবয়স্ক, তবুও বলব ত্রিশার জায়গায় অন্য কাউকে নিলে হয়তো ভালো হতো।’

প্রসঙ্গত, মণি রত্নম পরিচালিত গ্যাংস্টার অ্যাকশন ড্রামাটিতে অভিনয় করেছেন কমল হাসান, সিলাম্বরসন, ত্রিশা কৃষ্ণন, সানিয়া মালহোত্রা, অভিরামি, অশোক সেলভান, ঐশ্বর্য লক্ষ্মী, জোজু জর্জ, নাসার, আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠি, রোহিত সরফ এবং ভাইয়াপুরি। সিনেমাটি আগামী ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!