খুলনা, বাংলাদেশ | ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

Breaking News

  ঢাকা শিশু হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট
  রাজধানীর খিলগাঁওয়ে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  জাতীয় পতাকার নকশাকার, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস মারা গেছেন

হরিণাকুন্ডুতে ১২ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

হরিণাকুন্ডু প্রতিনিধি

আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ১২ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত আবেদনের মাধ্যমে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে এই উপজেলার ৮ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৩৭ জন।

রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, ১নং ভায়না ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী মন্ডল, ৩নং তাহেরহুদা ইউনিয়নে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ও বিএনপি সমর্থিত বাবুল হোসেন, ৪নং দৌলতপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মঙ্গল আলী দরাপ, ৫নং কাঁপাশহাটিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা ইমদাদ হোসেন, ৬নং ফলসী ইউনিয়নে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, রাসেদুল ইসলাম ও মনোয়ার হোসেন, ৭নং রঘুনাথপুর ইউনিয়নে বিএনপি নেতা তরুণ হোসেন এবং ৮নং চাঁদপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান ও জিল্লুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এসব প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের ফলে উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন ৩৭ জন প্রার্থী। এদের মধ্যে আটজন আওয়ামী লীগের নৌকা প্রতীকে, চারজন বিএনপি সমর্থিত, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে চারজন, জামায়াত সমর্থিত একজন এবং বাকিরা সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন। সোমবার প্রতিদ্বন্দ্বী এসব প্রার্থীদের মধ্যে প্রতীক দেওয়া হবে বলে জানিয়েছেন স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তারা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!