খুলনা, বাংলাদেশ | ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪

Breaking News

  যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি, খুলনায় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে
  চুয়াডাঙ্গা ও পাবনায় হিট স্ট্রোকে ২ জনের মৃত্যু
  দাবদহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৫ দিন, খুলবে ২৮ এপ্রিল

হরিণাকুন্ডুতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৫ম দফা ইউনিয়ন পরিষদের নির্বাচনে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামের মাঠের সড়কের ওপর এই হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ইউনিয়নের বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সেকেন্দার আলী। এ সময় দুর্বৃত্তরা তাকে লাঠিসোটা দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছে বলে জানা গেছে। তিনি উপজেলার রিশখালী গ্রামের আনছার আলী বিশ্বাসের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন ওই স্বতন্ত্র প্রার্থী সেকেন্দার আলী জানান, রাতে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছিলেন। সন্ধ্যার পর থেকেই তার মোবাইলে অপরিচিত নাম্বার থেকে ওই এলাকায় আসার জন্য একের পর এক ফোন আসতে থাকে। পরে তিনি রাত সাড়ে নয়টার দিকে দখলপুর ও পারদখলপুর বাজারে স্থানীয়দের সাথে কথা বলে মোটরসাইকেলযোগে হরিণাকুন্ডু শহরের বাসার দিকে ফিরছিলেন। ঘটনাস্থলে সড়কের ওপর দু‘টি কলাগাছ ফেলে তার গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে তাকে অপরিচিত কয়েকজন দুর্বৃত্ত লাঠিসোটা দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তার জনপ্রিয়তায় ভীত হয়ে তাকে নির্বাচন থেকে দূরে রাখতে এই হামলা করা হয়েছে বলে তিনি জানান। তবে হামলাকারীদের চিনতে পারেননি বলেও জানান এই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।

এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকটি লাঠি উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!