আগের বারের মতো ২০২৫ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনকে হজ করার সুযোগ দিচ্ছে সৌদি আরব। এবার খরচ কমলেও বাড়ছে না হজযাত্রী। আগামী বছরের হজের প্রাথমিক নিবন্ধনের সময় গত বৃহস্পতিবার শেষ হয়েছে। নির্ধারিত সময়ে নিবন্ধন করেছেন সচিবালয়ে ৮৩ হাজার ৫২৭ জন। এখনও ফাঁকা রয়েছে ৪৩ হাজার কোটা।
জানা গেছে, খরচ বেড়ে যাওয়ায় ২০২৪ সালে প্রায় ৩৩ শতাংশ কোটা পূরণ হয়নি। হজে গিয়েছিলেন ৮৫ হাজার ২৫৭ জন। এবার প্রাথমিক নিবন্ধনই সেরেছেন ৮৩ হাজার ৫৮৭ জন, যা চূড়ান্ত নিবন্ধনে আরও কমতে পারে। তার মানে এবার হজযাত্রী কমছে অন্তত ১ হাজার ৬৭০ জন।
এদিকে, সৌদি সরকারের বিধি অনুযায়ী একটি লাইসেন্সের অধীনে ১ হাজার হজযাত্রীকে সৌদি পাঠাতে পারবে ট্রাভেল এজেন্সি। এর কম বা বেশি যাত্রী পাঠানো যাবে না। তবে বিভিন্ন হজ ট্রাভেলস এজেন্সি মালিক জানিয়েছেন, এক হাজার হজযাত্রী পূরণ করা তো দূরের কথা, অনেকের ভাগ্যে ১০০ যাত্রীও মেলেনি। এ নিয়ে দুশ্চিন্তায় এজেন্সি মালিকরা।
এর আগে গত ২৫ আগস্ট ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, হজের প্রাথমিক নিবন্ধন ১ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ নভেম্বর। এর মধ্যে সময়সীমা কমিয়ে-বাড়িয়ে শেষ পর্যন্ত তা ২৬ ডিসেম্বর করা হয়। যারা প্রাথমিক নিবন্ধন সেরেছেন, তাদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।
হজের কোটা পূরণ না হওয়ার বিষয়ে হজ এজেন্সিস অব বাংলাদেশের (হাব) সাবেক এক নেতা বলেন, এ বছর হজযাত্রী যা আছে, তারা সবাই প্রকৃত হজযাত্রী। কেননা, অন্যান্য বারের মতো এ বছর রাজনৈতিক যাত্রী নেই।
এজেন্সির কোটার বিষয়ে আশকোনা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, একটি লাইসেন্সের অধীনে ১ হাজার হজযাত্রী পাঠানোর নিয়ম থাকলেও এ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। গ্রুপ করে একটি লাইসেন্সের অধীনে হজ যাত্রীদের পাঠাতে পারবেন ট্রাভেল এজেন্সি মালিকেরা।
খুলনা গেজেট/এইচ