খুলনা, বাংলাদেশ | ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪

Breaking News

  চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সাধারণ সম্পাদক ডিপজল

স্মার্ট সাতক্ষীরা বিনির্মাণে করণীয় শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিেিবদক, সাতক্ষীরা 

স্মার্ট সাতক্ষীরা বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭মে) শহরের কামালনগরস্থ লেকভিউ কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরা জেলার প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, চিকিৎসক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় সাতক্ষীরাকে স্মার্ট সাতক্ষীরা হিসেবে গড়ে তুলতে সাতক্ষীরার ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, পর্যটন, কৃষি, শিল্প, কলকারখানাসহ সাতক্ষীরার সম্ভাবনারময় ক্ষেত্রগুলোকে ভবিষ্যৎমূখী করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রসরমান বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জেলার জনগনের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে এমন ভিশন তৈরিতে সকলের মতামতের আহ্বান করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!