খুলনা, বাংলাদেশ | ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪

Breaking News

  রাঙামাটির সাজেকে শ্রমিকবাহী মিনি ট্রাক পাহাড়ের খাদে পড়ে ৯ জন নিহত

স্মরণ

বনানী সরকার, কলকাতা থেকে

                    যুগ পার হয়ে যায় —-
তবুও আছিস মনের মণিকোঠায় ;
আকাশ পানে চেয়ে খুজি,
দূরের ওই তারাটা তুই বুঝি !

খুনসুটি আর রান্নাবাটি,
আনন্দেতে মাতামাতি।
বইয়ের ব্যাগ, পুতুল খেলা
ফ্যাশন শপিং হেয়ার স্টাইলে বেড়ে ওঠা
রাত ভোর গল্প করা
গানের খাতা প্রথম শাড়ি পরা —-

               উৎসবেতে দুঃখ শোকে
মনে পরে আজও খুব যে তোকে ;
চাঁদ উঠলে তোর কাজলাদিদি
ছাতের কোনে শোলক বলে।
হঠাৎ কোথায় চলে গেলি ;
মনের কথা কাকে বলি?

             চিরটাকাল তোর নামটি রবে
নয়ন জলে বক্ষ মাঝে অনুভবে,
প্রতিক্ষণের ছায়া হয়ে থাকবি তুই সাথী হয়ে
আমার মনে আমার প্রাণে।

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!