খুলনা, বাংলাদেশ | ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪

Breaking News

  নোয়াখালীর হাতিয়ায় ১২ নাবিকসহ কার্গো জাহাজ ডুবি
  অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চুয়েট; শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
  প্রতিবাদে বাসে আগুন ও প্রশাসনিক ভবনে তালা
  আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, ৪ মে শনিবারও শ্রেণী কার্যক্রম চালু থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ছাত্রদলের সমাবেশে

স্বৈরাচার কখনো আপসে ক্ষমতা ছাড়ে না : মোশাররফ

গেজেট ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজ বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়েছে তাতে সরকারের বিদায় ছাড়া কোনো উপায় নেই। তাই ইতিহাসের ক্রমধারায় এবারও ছাত্রদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। ছাত্র-যুবকদের গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে।

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ছাত্রদলের সমাবেশে এ কথা বলেন তিনি। ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ছাত্র সমাবেশের আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ বলেন, বিএনপির ১০ দফার প্রথম দফা হচ্ছে এই সরকারের পদত্যাগ। কিন্তু আপনারা জানেন, স্বৈরাচার কখনো আপসে ক্ষমতা ছাড়ে না। অতত্রব তাদেরকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে হবে। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ফয়সালা হবে রাজপথে। রাজপথে থাকতে হবে। আর রাজপথের অতীত ইতিহাস থেকে আমরা জানি, ১৯৬৯ সালে পাকিস্তান আমলে এই দেশের ছাত্র সমাজ এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যুত্থান করে আইয়ুব খানের পতন ঘটিয়েছিল। স্বৈরশাসক এরশাদের ক্ষেত্রেও ছাত্রদলের নেতৃত্বে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে পতন ঘটিয়েছে।

তিনি বলেন, অন্ধকার কেটে যাবে, আলোর পথে যাবে বাংলাদেশ। ছাত্র সমাজ যারা যুগপৎ আন্দোলনে আছে তারা আলো দেখার জন্য ইতিহাস সৃষ্টি করবে।

বাংলাদেশ আজ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে দাবি করে মোশাররফ বলেন, রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে গণতন্ত্র অর্জন করেছিলাম, সেই গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। আজ মানুষের মৌলিক অধিকার ও ভোটের অধিকার নেই।

বর্তমান সরকারের লুটপাট, দুর্নীতি ও বিদেশে টাকা পাচার করার কারণে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশে সাম্য প্রতিষ্ঠিত হবে, অর্থনৈতিক বৈষম্য দূর হবে। গত ১৪ বছরে গায়ের জোরের সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেবল আওয়ামী লীগের সিন্ডিকেটের পকেট ভারী করার জন্য অভিযোগ করে মোশাররফ বলেন, আজ গরিব মানুষের পেটে ভাত জোটে না। মধ্যবিত্ত গরিব হয়ে গেছে। কিন্তু ধনীরা আরও ধনী হয়েছে। গরিবরা আরও গরিব হয়েছে গত ১৪ বছর সরকারের লুটপাটের কারণে।

বিচারবিভাগ সরকারের হাতে বন্দি মন্তব্য করে মোশাররফ বলেন, সরকার দলীয়করণ করতে গিয়ে বিচারবিভাগকে ধ্বংস করে দিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সরকারের অবৈধ নির্দেশনা মানতে গিয়ে আন্তর্জাতিকভাবে ধিকৃত হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, শুধু সরকারের অবৈধ নির্দেশনা মানতে গিয়ে র‌্যাবকে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে।

মোশাররফ আরও বলেন, এরা অর্থনীতিকে ধ্বংস করেছে, তাই এরা মেরামত করতে পারবে না। বিচারবিভাগকে ধ্বংস করেছে, তাই স্বাধীন করতে পারবে না। সেজন্য জনগণ বার্তা দিয়েছে এই সরকারকে তারা আর ক্ষমতায় দেখতে চায় না।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সাংগঠনিক সম্পাদক আবু আফসান মো. ইয়াহিয়া সঞ্চালনা করেন।

ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, ড. আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, আজিজুল বারী হেলাল প্রমুখ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!