খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল শুরু

স্বাস্থ্য কর্মকর্তার বদলীতে এলাকায় মিষ্টি বিতরণ

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে বহুল আলোচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়ের বদলী হাওয়ার খবরে এলাকায় আনন্দ উল্লাস ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) হাসপাতালের সামনে তরুণদের হাতে মিষ্টির প্যাকেট, পথচারি, মোটর চালক, ভ্যানযাত্রী, ব্যবসায়ী সকলের মাঝে বিতরণ করা হয়েছে মিষ্টি। এ সময় সাধারণ পথচারীর স্থানীয়রা স্বস্তির হাফ ছেড়ে প্রতিক্রিয়ায় বলেন, কর্মকর্তা হিসেবে এ হাসপাতালে ডা. শর্মী রায় যোগদানের পর থেকেই অনিয়ম, দুর্নীতিতে আখড়ে ধরেছে। চিকিৎসা নিতে এসে দুর্ভোগ পোহাতে হয়েছে রোগীদের। শুনেছি চিতলমারীতে বদলী হয়েছে সেখানেও তার বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা।

মোরেলগঞ্জ উপজেলার এ স্বাস্থ্য কর্মকর্তা ডা. শর্মী রায়কে গত ১৩ নভেম্বর বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় বদলী করা হয়েছে।

তার বিরুদ্ধে ইতোপূর্বে করোনা কালিন কোভিড-১৯ এর স্বেচ্ছাসেবকদের নামে সরকারি অর্থ আত্মস্বাতের অভিযোগ সহ নানাবিধ অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে স্বেচ্ছাসেবক, স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ মানববন্ধন, বিক্ষোভ, ঝাড়ু মিছিলসহ একের পর এক নানা কর্মসূচি অব্যাহত রাখেন, যার প্রেক্ষিতে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রচার হওয়ায় বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে নিয়ে ডা. শর্মী রায়কে জেলার চিতলমারী উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদানের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অতিরিক্ত দায়িত্ব ও পরিচালক (চঃদা) ডাঃ এবি এম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এ আদেশ প্রদান করা হয়।

খুলনা গেজেট/ টিএ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!