খুলনা, বাংলাদেশ | ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪

Breaking News

  যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি, খুলনায় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে
  চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে প্রাণ গেল ১ জনের
  দাবদহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৫ দিন, খুলবে ২৮ এপ্রিল
মুজিববর্ষে কম্বল বিতরণ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উৎপাদনে যাবে রামপাল বিদ্যুত কেন্দ্র : কেসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, আমরা প্রত্যাশা করি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রামপাল পাওয়ার প্লান্ট উৎপাদনে যাবে। তিনি বলেন, পাওয়ার প্লান্ট বহুমুখী সামাজিক কর্মকান্ড পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং সহযোগিতা আরো বৃদ্ধি পাবে। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই মানুষ উন্নয়নের সুফল পাচ্ছেন বলে মন্তব্য করেন কেসিসি মেয়র।

মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে রামপাল পাওয়ার প্লান্টের উদ্যোগে রামপাল-মোংলার বিভিন্ন ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার( ১৪ জানুয়ারি) সকালে গৌরম্ভা, রাজনগর, হুড়কা ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের প্রায় সাড়ে তিন হাজার দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বিআইএফপিসিএল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাওয়ার প্লান্টের প্রকল্প পরিচালক এস সি পান্ডে। ব্যাবস্থাপক (এইটআর) তরিকুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন উপ-প্রকল্প পরিচালক রেজাউল করিম, রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মল্লিক সুধাংশু, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন গাজী, সরদার আঃ হান্নান ডাবলু, নিখিল চন্দ্র রায়, তপন কুমার গোলদার প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!